ছবি: দেবাশিস সেন।
সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে তিনি বিশ্বের সেরা বোলার। তাঁর সামনে খালি হাতে ফিরতে হয় বিশ্বের তাবড় ব্যাটারদের। বর্ডার গাভাসকর ট্রফিতেও ছবিটা আলাদা নয়। এবার কি স্পিন করতেও দেখা যাবে জশপ্রীত বুমরাহকে? ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনুশীলনে স্পিন অস্ত্রে শান দিতে দেখা গেল তারকা পেসারকে।
অ্যাডিলেডে ১০ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় বোলার সেভাবে দাগ কাটতে পারেননি। তার মধ্যেই আতঙ্ক শুরু হয় বুমরাহর চোট নিয়ে। দ্বিতীয় ইনিংসে আচমকা দেখা যায় মাঠে বসে আছেন তিনি। ফিজিওরা কিছুক্ষণ দেখভালের পর ফের বল করেন তিনি। কিন্তু তাতেও বুমরাহর চোট নিয়ে সংশয় কাটেনি। এমনকী অ্যাডিলেড টেস্টে হারের পর ভারতের প্রথম অনুশীলনেও নামেননি তিনি।
অবশেষে চিন্তার ভাঁজ কাটিয়ে ফিরলেন বুমরাহ। ব্রিসবেনে প্র্যাকটিসে অন্য অবতারে ধরা দিলেন তিনি। নেটে তখন বল করছিলেন অশ্বিন। তার মাঝেই বল করতে আসেন বুমরাহ। কিন্তু একী! সেই চেনা রান আপে তো এলেন না। বরং উইকেটের খুব কাছ থেকে এসে লেগ স্পিনের জাদু ছড়িয়ে দিলেন বুমরাহ। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর স্পিন বোলিংয়ের ভিডিও। সেটা অবশ্য খুব বেশিক্ষণের জন্য নয়। তার পরই গতির মহড়ায় নামলেন। সেখানে তাঁর পেসের মোকাবিলা করলেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল।
গোলাপি বল টেস্টে ভারতীয় বোলিং বিভাগ ব্যর্থ হয়েছে। ট্র্যাভিস হেডের তাণ্ডবে হর্ষিত রানা, মহম্মদ সিরাজরা দেদার রান বিলিয়েছেন। একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও কার্যকর হয়ে উঠতে পারেননি। গাব্বায় কি দ্বৈত ভূমিকায় নামবেন বুমরাহ? সেটার যদিও কোনও সম্ভাবনা নেই। তবে চাইলে প্রতিপক্ষের থেকেই উদাহরণ পেতে পারেন। মার্নাস লাবুশেন যেমন স্পিন ও মিডিয়াম পেস, দুটোতেই হাত পাকিয়েছেন। বুমরাহকে অবশ্য চেনা রান আপে আগুনে গতিতে বল করতে দেখলেই খুশি হবেন ভক্তরা।
Jasprit Bumrah started off with a couple of leg-breaks alongside R Ashwin but he’s now running in hot & bowling at full tilt, being an absolute handful to KL Rahul & Yashasvi Jaiswal #AusvInd pic.twitter.com/3IRzE0QXbm
— Bharat Sundaresan (@beastieboy07) December 12, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.