সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ফিরে এলেন জশপ্রীত বুমরাহ। ভারতের ব্যাটিংয়ের সময় দেখা যায়, সাজঘরে ফিরছেন তিনি। তবে কেন তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে সতীর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ জানান, পিঠের চোটের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান জশপ্রীত বুমরাহ। মধ্যাহ্নভোজনের পর এক ওভার বল করেন তিনি। তারপরই দলের ডাক্তারের সঙ্গে মাঠ ছাড়েন। পরে গাড়ি করে হাসপাতালের পথে রওনা দেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বুমরাহকে নিয়ে। যদিও তাঁকে ফিরে আসতে দেখে কিছুটা চিন্তামুক্ত হবেন ক্রিকেটভক্তরা। বুমরাহর অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেন বিরাট কোহলি।
ঠিক কী হয়েছে বুমরাহর? ভারতীয় বোর্ড থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে চা-পানের বিরতির সময় ধারাভাষ্যকার মায়ন্তি ল্যাঙ্গার জানান, সম্ভবত পিঠের চোটের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেই বিষয়ে নিশ্চিত করেন প্রসিদ্ধ কৃষ্ণও। উল্লেখ্য, কয়েক বছর আগে পিঠে অস্ত্রোপচার করা হয় বুমরাহর।
সূত্রের দাবি, শনিবার বিকেলেই স্ক্যানের রিপোর্ট আসতে পারে। আপাতত জানা যাচ্ছে, ব্যাট করতে নামতে পারবেন বুমরাহ। কিন্তু বল করতে পারবেন কিনা, সেটা রবিবার সকালে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। সিডনির সেন্টেনিয়াল পার্কের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। চলতি সিরিজে ৩২টি উইকেট তুলে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী। প্রথম টেস্ট থেকেই খেলে চলেছেন। কার্যত হয়ে উঠেছেন ভারতের ‘ওয়ান ম্যান আর্মি’। অতিরিক্ত খেলার কারণে চোট বেড়েছে কিনা সেটাও ভাবাচ্ছে অনেককে।
Jasprit Bumrah has returned to the SCG. #AUSvIND pic.twitter.com/8vSLzGyGIn
— cricket.com.au (@cricketcomau) January 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.