সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড আর জশপ্রীত বুমরাহ, এ যেন সমার্থক শব্দ। সিডনিতেও তার ব্যতিক্রম হল না। দ্বিতীয় দিনে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে ফের নজির গড়লেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়ে লিখলেন নতুন ইতিহাস।
সিডনিতে প্রথম দিনের শেষ বলে বুমরাহ ফিরিয়ে দিয়েছিলেন উসমান খোয়াজাকে। আর দ্বিতীয় দিনে তাঁর শিকার লাবুশেন। যার সৌজন্যে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ৩২টি উইকেট তুলে নিলেন তিনি। এতদিন বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট ছিল বিষেণ সিং বেদির নামে। ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরেই তিনি ৩১টি উইকেট পেয়েছিলেন।
খোয়াজাকে ফিরিয়ে সিডনিতে প্রথম দিনেই তা স্পর্শ করেছিলেন বুমরাহ। এদিন বেদিকে ছাপিয়েও গেলেন। ভেঙে দিলেন ৪৬ বছর পুরনো রেকর্ড। বিদেশ সফরে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নজিরে বুমরাহ ও বেদির পরেই আছেন ভাগবত চন্দ্রশেখর। ১৯৭৭-৭৮ সালেই তিনি ২৮টি উইকেট পেয়েছিলেন। যদিও দুটি উইকেট তোলার পরই বুমরাহকে মাঠ ছাড়তে হয়। অনুমান, চোট পেয়েছেন তিনি। যে কারণে স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এই সিরিজে বুমরাহ ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ডও। অ্যাডিলেডে ৫ উইকেট নিয়ে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৮ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন বুমরাহ। কপিল দেবের ছিল ৭টি ৫ উইকেটের ইনিংস। এশিয়ার বাইরে ১০বার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। সেখানেও ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে।
3⃣2⃣ and counting 🔥🔥
Jasprit Bumrah now has the Most Wickets for a #TeamIndia bowler in a Test series in Australia! 👏👏#AUSvIND | @Jaspritbumrah93 pic.twitter.com/T7xldpIDFU
— BCCI (@BCCI) January 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.