অস্ট্রেলিয়া: ৩১১-৬ (লাবুশানে ৭২, স্মিথ ৬৮, বুমরাহ ৩-৭৫)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সেশনে দুর্দান্ত অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে সমানে সমানে লড়াই। শেষ সেশনে কামব্যাক ভারতীয় বোলারদের। বক্সিং ডে টেস্টের প্রথম দিন ‘কপিবুক’ টেস্ট ক্রিকেট দেখলেন মেলবোর্নের ৮৭ হাজার দর্শক। দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান। ভারতের ম্যাচে ফেরার আশায় জল ঢালতে ক্রিজে মরিয়া লড়াই করে চলেছেন স্টিভ স্মিথ।
মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। পিচে যে শুরুর দিকে বোলাররা একেবারে সাহায্য পাচ্ছিলেন না, তেমন নয়। কিন্তু অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস মেলবোর্নে শুরুটা দারুন করেছেন। যে জসপ্রীত বুমরাহ গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছেন, ১৯ বছর বয়সি কনস্টাস সোজা পালটা আক্রমণ করলেন সেই বুমরাহকেই। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। বুমরাহ-সহ গোটা ভারতীয় বোলিং লাইন-আপকে বেধড়ক পেটালেন তিনি। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। কনস্টাস শেষমেশ ৬৫ বলে ৬০ রান করে ফেরেন জাদেজার বলে। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খোয়াজাও। তিনি ৫৭ রান করে বুমরাহর শিকার হন।
দুই ওপেনারই শুরুটা দারুন করে দিয়েছিলেন। তবে তাঁদের প্যাভিলিয়নে ফেরানোর পরও ভারত ম্যাচে ফিরতে পারেনি। এবার অজি ইনিংসের হাল ধরলেন লাবুশেন এবং স্টিভ স্মিথ। অজি মিডল অর্ডারের দুই স্তম্ভ ৮৩ রানের জুটি গড়েন। লাবুশেন যখন ব্যক্তিগত ৭২ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হলেন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২৩৭। এরপর থেকেই কামব্যাক শুরু ভারতের। আগের তিন ম্যাচে ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানো ট্র্যাভিস হেড এদিন খাতাও খুলতে পারেননি। তাঁকে শূন্য রানে ফেরান বুমরাহ। মিচেল মার্শের সিরিজটা এমনিই ভালো যাচ্ছে না। তিনি এদিনও আউট হন ৪ রানে। অ্যালেক্স কেরি এবং স্মিথ অবশ্য ফের জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর ৩০০-র কাছে পৌঁছে দেন। শেষদিকে আকাশদীপ কেরিকেও ফিরিয়ে দেন। কিন্তু অন্য প্রান্ত একা সামলে রেখেছেন স্মিথ।
দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। ৬৮ রান করে খেলছেন স্মিথ। অধিনায়ক কামিন্স খেলছেন ৮ রান করে। এই মুহূর্তে বুমরাহদের হাতে ৬ ওভারের পুরনো বল। ফলে কিছুটা হলেও সুইং রয়েছে। আগামিকাল অজিদের শেষ ৪ উইকেট দ্রুত তুলে নিতে পারলে এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভারতের কাছে। তবে তাতে মূল বাধা হয়ে দাঁড়াতে পারেন স্টিভ স্মিথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.