Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

নিজেরা সবুজ পিচে, রোহিতদের জন্য বরাদ্দ ‘পাটা’, প্র্যাকটিসে ভারতের বিরুদ্ধে ‘চক্রান্ত’ অস্ট্রেলিয়ার!

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অজি মিডিয়াও বারবার বিতর্ক বাঁধানোর চেষ্টা করে চলেছে।

Border Gavaskar Trophy: India is given flat pitches to practice while Australia is practicing in pitch with lot of grasses

অনুশীলনে মহম্মদ সিরাজ, শুভমান গিল ও রোহিত শর্মা। ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:December 23, 2024 9:48 am
  • Updated:December 23, 2024 9:59 am  

দেবাশিস সেন, মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের আগে নয়া ‘চক্রান্ত’ শুরু অস্ট্রেলিয়ার। ভারতকে অনুশীলনের জন্য যে পিচ দেওয়া হয়েছে, তাতে ঘাস প্রায় নেই বললেই চলে। সেখানে অস্ট্রেলিয়ার জন্য বরাদ্দ পিচ সবুজে পূর্ণ। অর্থাৎ, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে রোহিত শর্মারা যাতে ঠিকভাবে প্রস্তুতিও না নিতে পারেন, তারও বন্দোবস্ত করে রেখেছে অস্ট্রেলিয়া।

বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। পারথ, অ্যাডিলেড, ব্রিসবেনের কঠিন লড়াই পার করে এসেছে ভারত। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে চতুর্থ টেস্ট। তার আগে বহুভাবে ‘মাইন্ড গেম’ খেলা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। তার মধ্যে রয়েছে প্র্যাকটিস পিচ। দুটো টিমের জন্য দুরকম পিচের বন্দোবস্ত করা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়া যে পিচে অনুশীলন করছে, তা এমসিজি-র পিচের মতোই। বাড়তি ঘাস রয়েছে, ফলে বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছে তারা।

Advertisement

আর সেখানে রোহিতদের যে পিচ দেওয়া হয়েছে, তা তুলনায় ‘পাটা’। বাউন্স বলতে প্রায় কিছুই নেই। কোমরের উপর বলই উঠছে না। পিচের থেকে বাউন্স পাওয়ার জন্য বাড়তি পরিশ্রম করতে হচ্ছে বুমরাহ, আকাশ দীপদের। এমসিজি-র পিচ কিউরেটর ম্যাট পেজের দাবি এই পিচে লড়াই হবে। বোলার-ব্যাটার, দুপক্ষই সুবিধা পাবে। পিচে ঘাসও থাকবে। তা সত্ত্বেও প্র্যাকটিসে দেখা গেল চূড়ান্ত ‘বৈষম্য’।

এমনিতে মাঠের বাইরেও বারবার বিতর্ক বাঁধানোর চেষ্টা করছে অজি মিডিয়া। কখনও অনুমতি ছাড়াই কোহলির সন্তানদের ছবি তুলছে তারা। আবার কেন ইংরেজিতে সাংবাদিক সম্মেলন করছেন না জাদেজা, আকাশ দীপ। এই নিয়েও সোচ্চার। সেসব নাহয় মাঠের বাইরে। কিন্তু অনুশীলনের জন্য দুই দলকে দুরকম পিচের বন্দোবস্ত করাকে নয়া ‘চক্রান্ত’ হিসেবেই দেখছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement