সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড সিরিজ, ঘরের মাঠে রান পাননি তিনি। অথচ সামনেই বর্ডার গাভাসকর ট্রফি। সেখানে যে কোহলিকে কঠিন পরীক্ষায় পড়তে হবে, সেকথা বলাই বাহুল্য। তাঁর অফ ফর্ম নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ খোঁচা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু দুঃসময়ে কোহলি পাশে পাচ্ছেন কোচ গৌতম গম্ভীরকে। ভারতের কোচ এবার পালটা দিলেন পন্টিংকে।
সম্প্রতি প্রাক্তন অজি তারকা আইসিসিকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেছিলেন, “আমি বিরাটের কিছু পরিসংখ্যান দেখছিলাম। তাতে বলা হয়েছে, গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। এটা আমার ভালো বলে মনে হচ্ছে না। কেউ যদি মনে করে, সব ঠিক আছে তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু এটা চিন্তার বিষয়। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” কোহলি অবশ্য দুটি নয়, তিনটি সেঞ্চুরি করেছেন।
কিন্তু পন্টিংয়ের মন্তব্যে বেজায় চটেছেন গম্ভীর। বর্ডার গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি বলছেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে। আমার কাছে আসল হল, ওরা প্রচুর পরিশ্রম করছে।”
সেই সঙ্গে গম্ভীরের সংযোজন, “ক্রিকেটের প্রতি ওদের আবেগ নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। এখনও ক্রিকেট থেকে অনেক কিছু অর্জন করতে চায়। সেটাই আসল। ওদের জন্যই ড্রেসিংরুমে সবসময় ভালো কিছু করার খিদে থাকে। শেষ সিরিজে যা হয়েছে সেটা ভুলে জয়ের জন্য এই খিদেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” গম্ভীরের সমর্থনে কি অস্ট্রেলিয়ায় রানে ফিরতে পারবেন ভারতের দুই মহাতারকা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.