Advertisement
Advertisement

Breaking News

BGT 2024-25

জিততে হলে ভারতকে ভাঙতে হবে ৯৬ বছর পুরনো রেকর্ড! ব্রিসবেনের সুখস্মৃতি ভরসা রোহিতদের

মেলবোর্নে সর্বোচ্চ কত রান তাড়া করে জয়ের নজির আছে?

BGT 2024-25: Here is the list highest successful run-chase in Melbourne Tests

ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:December 29, 2024 1:40 pm
  • Updated:December 29, 2024 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে (BGT 2024-25) ক্রমশ চাপ বাড়ছে ভারতের। শেষ উইকেটে অস্ট্রেলিয়া জুড়ল ৫৫ রান। এখনও অলআউট হয়নি তারা। চতুর্থ দিনের শেষে লিড ৩৩৩ রানের। পঞ্চম দিনে রানটা কোথায় দাঁড়াবে, এখনই বলা সম্ভব নয়। কিন্তু এই বিরাট রান তাড়া করে কি জিততে পারবে ভারত? মেলবোর্নে কি আগে এত বড় রান তাড়া কি কখনও করেছে কোনও দল?

তার জন্য পিছিয়ে যেতে হবে ৯৬ বছর। ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর মেলবোর্নে ৩৩২ রান তাড়া করেছিল ইংল্যান্ড। এটাই এমসিজি-তে রান তাড়া করে জেতার সবচেয়ে বড় নজির। এরপর ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকা এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৭ রান তাড়া করে জিতেছিল। মেলবোর্নে এখনও ৩৪ বার রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। তার মধ্যে ইংল্যান্ডের দখলে আছে ৮টি। অস্ট্রেলিয়া জিতেছে ২১বার।

Advertisement

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যত রানের লক্ষ্যই রাখুক না কেন, ভারত যদি তা টপকে যেতে পারে, তাহলে ইতিহাস তৈরি করবে। এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করেছিল। ২০২১ সালে ব্রিসবেনের সেই ম্যাচে ভারত জিতেছিল ৩ উইকেটে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে সেই লক্ষ্যও পার করে গিয়েছে। যদিও ব্রিসবেনের ইতিহাস ভারতকে উৎসাহিত করতে পারে।

মেলবোর্নে শেষ দুই টেস্ট জিতছে ভারত। অস্ট্রেলিয়ার ‘পয়া’ ভেন্যুতে জয়ের হ্যাটট্রিক কি সম্ভব? দিনের শেষে ৩৩৩ রানে এগিয়ে অজিরা। হাতে আরও একটি উইকেট। এদিন ১০৫ রানের লিড নিয়ে খেলতে নেমে অজিরা শুরু থেকেই ব্যাকফুটে ছিল। একটা সময় অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে ৬ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল তারা। মনে হচ্ছিল ভারত অজিদের দেড়শোর আগেই অলআউট করে ফেলবে। কিন্তু সেখান থেকে লাবুশেন এবং কামিন্স পালটা লড়াই শুরু করেন। কিন্তু সেই সম্ভাবনায় কার্যত জল দিল শেষ উইকেটের জুটি। লিও এবং বোল্যান্ড জুটি বেঁধে তুললেন অপরাজিত ৫৫ রান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement