ছবি: দেবাশিস সেন।
দেবাশিস সেন, পারথ: মহম্মদ শামি নেই। ভারতীয় বোলিংয়ে বুমরাহ-সিরাজের সঙ্গে দায়িত্ব সামলাবেন কে? সেই জায়গায় রাজকীয় অভিষেক হল হর্ষিত রানার। যাঁকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু পারথ টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট তুলে কোচ গম্ভীরের আস্থার মর্যাদা দিয়েছেন তিনি। আর দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়ে গেলেন ভারতীয় দলের অভিষেকের খবরে কেঁদে ফেলেছিলেন হর্ষিত।
প্রথম ইনিংসে ভারত গুঁটিয়ে যায় মাত্র ১৫০ রানে। সেখান থেকে জয়ের আশা জাগিয়ে তুলেছেন বুমরাহ-হর্ষিতরা। অধিনায়ক বুমরাহ পেলেন ৫ উইকেট। কম গেলেন না হর্ষিতও। ভারতের কাঁটা ট্রেভিস হেডের উইকেট ছিটকে ফেলে দিলেন তিনি। দ্বিতীয় দিনে মাটি আঁকড়ে পড়েছিলেন স্টার্ক। তিনিও হর্ষিতের শিকার। এছাড়াও পেয়েছেন নাথান লিয়নের উইকেট। আগুনে পারফরম্যান্স দেখে কে বলবে এদিনই তাঁর অভিষেক হয়েছে?
দিনের শেষে হর্ষিত রানা বললেন, “অভিষেকের আগের দিন আমি প্রায় সারারাত ঘুমোতে পারিনি। কিন্তু সকালে উঠে কোনও চাপ ছিল না। বরং চিন্তা হয়েছিল তার আগের দিন। যখন আমাকে জানানো হয়েছিল, আমার অভিষেক হবে। সেই সঙ্গে দলের সবার সামনে বক্তব্যও রাখতে হবে। অভিষেক হওয়ার খবরে আমি কেঁদে ফেলেছিলাম।”
সেই সঙ্গে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমার সকালে ওঠা অভ্যাস। অস্ট্রেলিয়ার মাঠে ভারতের খেলা থাকলে বাবার সঙ্গে সকালে উঠে খেলা দেখতে বসে যেতাম। আর সেখানেই আমার অভিষেক। এটা আমার কাছে খুব বড় ব্যাপার।”
কিন্তু কোন মন্ত্রে সাফল্য এল? হর্ষিত কৃতিত্ব দিচ্ছেন বিরাট আর বুমরাহর পরামর্শকে। ভারতীয় পেসার বলেন, “জসসি ভাই (জশপ্রীত বুমরাহ) আমাকে বলে যাচ্ছিল কীভাবে বল করতে হবে। বিরাট ভাইও পরামর্শ দিচ্ছিল। সেগুলো কাজে লেগেছে। ট্রেভিস হেডের জন্য যেমন স্ট্যাম্পে বল করে গিয়েছি। যখন সেটা বাইরের দিকে মুভ করেছে, তখনই সাফল্যে এসেছে। আজকের পিচ সকাল থেকে ব্যাটারদের সাহায্য করছে। আমরা কোনও লক্ষ্য রাখছি না। শুধু ব্যাট করে যেতে চাই।” দ্বিতীয় ইনিংসে ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ১৭২। লিড ২১৮ রানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.