দেবাশিস সেন, সিডনি: সিডনি টেস্ট কি অভাবনীয় ঘটনার সাক্ষী থাকতে চলেছে? যার নেতৃত্বে বর্ডার গাভাসকর ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিল টিম ইন্ডিয়া, শেষ পর্যন্ত তিনিই কি বাদ পড়তে চলেছেন ভারতীয় দল থেকে? অভাবনীয় হলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে টেস্টের আগের দিন ভারতীয় শিবিরের অনুশীলনে যা ইঙ্গিত মিলল তাতে সিডনিতে রোহিতের খেলা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
প্রথম ইঙ্গিতটা মিলেছিল টেস্টের আগে ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে। এদিন সাংবাদিক সম্মেলনে আসেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। কেন রোহিত এলেন না সাংবাদিক সম্মেলনে, শুরু হয়ে যায় গুঞ্জন। সে প্রশ্ন করা হলে সটান গম্ভীর বলে দেন, “এখানে ব্যক্তি কোনও ব্যাপার নয়। ভারতীয় দলের হেডকোচ সাংবাদিক সম্মেলনে এসেছেন, সেটাই বোধ হয় যথেষ্ট।” সিডনিতে কি রোহিতের খেলা নিশ্চিত? সরাসরি সে প্রশ্নের উত্তর না দিয়ে ভারতীয় দলের হেড কোচ জানান, এখনও ভারত প্রথম একাদশ চূড়ান্ত করেনি। সেটা ম্যাচের দিন সকালেই জানানো হবে।
গম্ভীরের কথায়, “প্রত্যেকেই জানে দলের জন্য আমাদের কী করতে হবে। যখন তুমি দেশের হয়ে খেলছো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। আমার মনে হয় একজন কোচ এবং ক্রিকেটারের মধ্যে কি কথা হল? সেটা তাঁদের মধ্যেই থাকা উচিত। রোহিতের সঙ্গে সব ঠিকঠাকই চলছে। আমরা আগামিকাল প্রথম একাদশ ঘোষণা করব।” অর্থাৎ শুক্রবার রোহিত যে খেলছেনই সেটা নিশ্চিত করলেন না গম্ভীর। এ তো গেল কোচের কথা, অনুশীলনেও যা ইঙ্গিত মিলেছে, তাতেও ভারত অধিনায়কের না খেলার সম্ভাবনাই বেশি। এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েই ছিলেন ভারত অধিনায়ক। মাঝে বুমরাহর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। গম্ভীরের সঙ্গেও কথা বলেছেন। স্লিপে ক্যাচিংয়ের অনুশীলন করেননি। এমনকী শুরুর দিকে ব্যাটিংও করেননি। পরের দিকে অবশ্য ব্যাট করতে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত রোহিত সিডনিতে খেলেন কিনা সেটাই দেখার।
শেষ পর্যন্ত রোহিত না খেললে, তাঁর জায়গায় দলে ফিরবেন শুভমান গিল। এদিন তাঁকে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে। এছাড়াও অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে ধ্রুব জুড়েলকে। আসলে মেলবোর্নে সেট হওয়ার পর আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হওয়া ঋষভ পন্থের উপর ক্ষুব্ধ কোচ গম্ভীর। শাস্তিস্বরূপ সিডনিতে পন্থকে বসানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাঁর জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসাবে ভাবা হতে পারে ধ্রুব জুড়েলকে। যদিও পুরোটাই জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.