Advertisement
Advertisement

অ্যাডিলেডে দলে ফিরলেও ওপেন করা উচিত নয় রোহিতের, বলছেন পূজারা

রোহিত বা গিল দলে ফিরলেও ওপেনিং জুটিতে বদল করা উচিত নয় টিম ইন্ডিয়ার, মত পুজারার।

Border Gavaskar Trophy: Cheteshwar Pujara wants KL Rahul to continue opening with Yashasvi Jaiswal
Published by: Subhajit Mandal
  • Posted:November 30, 2024 1:09 pm
  • Updated:November 30, 2024 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে ঐতিহাসিক জয়ের পর ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। তবে সেই ফুরফুরে মেজাজের মধ্যেও অদ্ভুত অস্বস্তিতে ভারতীয় শিবির। কীসের অস্বস্তি? আসলে প্রথম ম্যাচে রোহিত শর্মা, শুভমান গিলকে পায়নি টিম ইন্ডিয়া। তাঁদের পরিবর্তে যারা প্রথম একাদশে খেলেছিলেন সেই দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুড়েল ভালো পারফর্ম করতে না পারলেও বিশেষ সমস্যায় পড়েনি ভারতীয় শিবির। বরং দীর্ঘদিন বাদে রোহিতের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ পেয়ে নজর কেড়েছেন কেএল রাহুল। সেটাই আপাতত ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

চেতেশ্বর পূজারা মনে করছেন, কেএল রাহুলকে অ্যাডিলেডের দিনরাতের টেস্টেও ওপেন করার সুযোগ দেওয়া উচিত। রোহিত বা গিল দলে ফিরলেও ওপেনিং জুটিতে বদল করা উচিত নয় টিম ইন্ডিয়ার। পারথে দুই ইনিংসেই বেশ সাবলীল দেখিয়েছে রাহুলকে। প্রথম ইনিংসে ২৬ রানে তিনি যেভাবে আউট হন, সেটা নিয়ে বিস্তর বিতর্ক। আর দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রথম উইকেটের জুটিতেই ২০১ রান তুলে দেন তিনি। বস্তুত সেই জুটিই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়।

Advertisement

শেষ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা ছিলেন চেতেশ্বর পূজারা। আপাতত জাতীয় দলের চৌহদ্দিতে না থাকায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। পূজারা বলছেন, “আমার মনে হয়, আমাদের একই রকম ব্যাটিং অর্ডার নিয়ে এগোনো উচিত। মানে যশস্বীর সঙ্গে রাহুলেরই ওপেন করা উচিত। রোহিত সেক্ষেত্রে ৩ নম্বরে ব্যাট করতে পারবে। আর গিলকে ৫ নম্বরে খেলানো যেতে পারে।” পূজারা বলছেন, নিতান্তই রোহিত যদি ওপেন করতে চান, তাহলে রাহুলকে অন্তত ৩ নম্বরে খেলার সুযোগ দেওয়া হোক। কারণ রাহুল ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে।

টেস্ট ক্রিকেটে ইদানিং রাহুল ৬ নম্বরে ব্যাট করেন। রোহিত ওপেন করেন, শুভমান গিল খেলেন ৩ নম্বরে। পারথ টেস্টে রোহিত এবং শুভমান গিল না থাকায় রাহুলকে ওপেন করানো হয়। এবং তিনি নজর কাড়েন। অন্যদিকে ইদানিং ব্যাট হাতে ভালো ফর্মে নেই ভারত অধিনায়ক রোহিত। ফলে রাহুল ওপেন করলে ভারতের শুরুটা ভালো হতে পারে বলে মনে করছেন পূজারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement