Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

নতুন মুখে বাজিমাতের ছক, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দল ঘোষণা অজিদের

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পার্থে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট।

Border Gavaskar Trophy: Australia announce surprise picks in first Test squad
Published by: Subhajit Mandal
  • Posted:November 10, 2024 12:48 pm
  • Updated:November 10, 2024 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে দিলে অস্ট্রেলিয়া। মোট ১৩ সদস্যের দলে দুজন টেস্ট ক্রিকেটের নিরিখে একেবারে আনকোরা। একজন ওয়ানডে দলের নিয়মিত সদস্য জশ ইংলিশ। অপরজন তরুণ ব্যাটার নাথান ম্যাকসুইনি। ওপেনার হিসাবে অজি দলে অভিষেক হতে চলেছে ম্যাকসুইনির। সেটাও নিশ্চিত করে দিয়েছে অজি বোর্ড।

আসলে ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই ওপেনিং নিয়ে খানিক সমস্যায় রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বিকল্প হিসাবে যাকে ভাবা হচ্ছিল সেই ক্যামেরুন গ্রিনও চোটের জন্য মাঠের বাইরে। মাঝে স্টিভ স্মিথকে ওপেনার হিসাবে খেলিয়ে দেখা হয়েছিল। কিন্তু তেমন সাফল্য আসেনি। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে স্মিথ তাই ফিরবেন নিজের পছন্দের জায়গা ৪ নম্বরে। ওপেনার হিসাবে এই সিরিজে সুযোগ দেওয়া হবে ম্যাকসুইনিকে। এই ম্যাকসুইনি নিজেও অবশ্য ওপেনার নন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন মিডল-অর্ডারেই। তাঁকেই ওপেনার হিসাবে খেলিয়ে দেখে নিতে চাইছে অজি ম্যানেজমেন্ট। ম্যাকসুইনি ছাড়া বিশেষ চমক অজি দলে নেই। তবে বাড়তি পেসার হিসাবে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে নজর কাড়া স্কট বোল্যান্ডকেও রাখা হয়েছে।

Advertisement

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পার্থে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। তৃতীয় টেস্ট হবে ব্রিসবেনের গাব্বায়। ১৪ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নের এমএসজি-তে শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিরিজের পঞ্চম টেস্টটি হবে সিডনিতে। পরের বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে শেষ টেস্ট।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খোয়াজা,  নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ,  ট্রাভিস হেড,  অ্যালেক্স কেরি, মিচেল মার্শ, জশ ইংলিস, স্কট বোল্যান্ড, নাথান লিয়, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement