Advertisement
Advertisement
Virat kohli

মহিলা সাংবাদিককে ভয় দেখিয়েছেন কোহলি! মেলবোর্নে ছবি বিতর্কে সুর চড়াল অজি মিডিয়া

আবার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচের মতে, কোহলিরা-জাদেজারা 'মাইন্ড গেম' খেলছেন।

Border Gavaskar Trophy: Aussie Media labelled Virat Kohli 'bully' for argument with female reporter
Published by: Arpan Das
  • Posted:December 23, 2024 11:26 am
  • Updated:December 23, 2024 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের পিছু ছাড়ছে না অজি মিডিয়া। বিরাট কোহলি থেকে শুরু করে জাদেজা, আকাশ দীপ- সবার বিরুদ্ধেই তোপ দাগছে তারা। এয়ারপোর্টে কোহলির সন্তানদের ছবি তোলা নিয়ে এবার তাঁর দিকে কটূক্তিও ধেয়ে এল। সুযোগ ছাড়ছে না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। যেমন সাইমন কাটিচ জানিয়ে দিলেন, কোহলিরা-জাদেজারাই বরং ‘মাইন্ড গেম’ খেলছেন।

ঘটনার সূত্রপাত ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার দিনে। বিমানবন্দর থেকে বেরোনোর সময় একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি। সেই সময়ে বাধা দেন তারকা ক্রিকেটার। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। ওই সাংবাদিকও জানান, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনেই পালটা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। প্রসঙ্গত, কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট।

Advertisement

তখনকার মতো ঘটনা মিটে গেলেও, অজি মিডিয়া তা ভুলতে পারছে না। সেই বিষয় নিয়ে নাইন স্পোর্টসের সাংবাদিক জোনস বলছেন, “ওই সাংবাদিক নিজের কাজ করছিলেন। আর বিরাট, আপনি তো ক্রিকেটের মহাতারকা। প্রচারের আলো আপনার উপর এসে পড়লেও সমস্যা! তারপর দেখলাম, ওই মহিলা সাংবাদিকের উপর বিরাট একপ্রকার চড়াও হয়েছে। ওই মহিলার উচ্চতা কত হবে? ৫ ফুট এক বা দুই। আর বিরাট দেখলাম তাঁকে ভর্ৎসনা করছেন। আপনি বড্ড হম্বিতম্বি করেন বিরাট।”

কোহলির ঘটনার পরও শান্ত হয়নি অজি মিডিয়া। বরং জাদেজা ও আকাশ দীপ কেন ইংরাজিতে কথা বলছেন না, সেই নিয়েও ক্ষিপ্ত তারা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি, ভারত তাঁদের প্রশ্নের জবাব দিতেই চাইছে না। তাই এমন ক্রিকেটারদের সাংবাদিক সম্মেলনে পাঠানো হচ্ছে যাঁরা ইংরাজিতে কথা বলেন না। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচের দাবি, ভারতই ‘মাইন্ড গেম’ খেলছে। তাঁর দাবি, “মিডিয়ার কাছ তো খেলার খবর সামনে আনা। আমি জানি না, ভারতের প্লেয়াররা এই মুহূর্তে কী ভাবছে? কিন্তু সেটা ওদের সমস্যা। এটা ঠিক যে, গত এক সপ্তাহে অনেক কিছু ঘটেছে। সম্ভবত ওরা ‘মাইন্ড গেম’ খেলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement