Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

নেটে চোট পেলেন কেএল রাহুল? বক্সিং ডে টেস্টের আগে ভাইরাল ভিডিওয় চিন্তায় ভক্তরা

ব্রিসবেন টেস্টে ভারতের ড্রয়ের অন্যতম নায়ক কেএল রাহুল। চাপের মুখে ৮৪ রান করেছিলেন ভারতীয় ওপেনার।

Border Gavaskar Trophy: A video circulating on social media shows KL Rahul receiving treatment from the team physio

কেএল রাহুল। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:December 21, 2024 5:00 pm
  • Updated:December 21, 2024 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেন টেস্টে ভারতের ড্রয়ের অন্যতম নায়ক কেএল রাহুল। চাপের মুখে ৮৪ রান করেছিলেন ভারতীয় ওপেনার। পরের টেস্ট মেলবোর্নে। সেখানেও ওপেনিংয়ের দায়িত্ব সামলানোর কথা রাহুলের। কিন্তু মেলবোর্নের প্র্যাক্টিস সেশনে যে ছবি ধরা পড়ল, তা দেখে চিন্তায় পড়তে পারেন দেশের ক্রিকেটভক্তরা।

ঠিক কী ঘটল সেখানে? আচমকা দেখা গেল ডান হাতের গ্লাভস খুলে ফেলেছেন রাহুল। ফিজিও শুশ্রূষা চালাচ্ছেন। কিছুক্ষণ কবজি ঘুরিয়ে দেখেন সাবলীল হতে পারছেন কিনা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের মধ্যে। তবে কি অনুশীলনে চোট পেয়েছেন রাহুল? যদিও সেই সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এমনকী পরে রাহুল ফের অনুশীলন করেছেন কিনা, সেটাও জানা যায়নি।

Advertisement
ছবি দেবাশিস সেন

তাতে অবশ্য দুশ্চিন্তা কমছে না। গাব্বা টেস্টে ব্যর্থ হয়েছিলেন রোহিত-বিরাটের মতো তারকারা। রান পাননি ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা। সেখানে মাটি কামড়ে পড়ে থেকেছিলেন রাহুল। কামিন্স-স্টার্কদের সামলে ৮৪ রান করেন। পরে রবীন্দ্র জাদেজা, বুমরাহ, আকাশ দীপরা ফলো অন বাঁচাতে সাহায্য করেন।

ছবি: দেবাশিস সেন।

বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টেও ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। সেই টেস্ট রোহিত শর্মা না থাকায় ওপেনিংয়ের সুযোগ পান রাহুল। পরে রোহিত ফিরে এলেও তাঁর জায়গা বদলায়নি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে সেভাবে মেলে ধরতে পারেননি। কিন্তু গাব্বায় জ্বলে উঠেছেন। রাহুলের মতে, ধৈর্য্য ধরেই সাফল্য পেয়েছেন। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে যদি তিনি না থাকেন, তাহলে নিঃসন্দেহে চাপ বাড়বে ভারতের উপর।

ছবি: দেবাশিস সেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement