Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy 2024

জাতীয় দল ছেড়ে আইপিএলে মন, কোচকে ছাড়াই বর্ডার-গাভাসকর ট্রফিতে নামছে অস্ট্রেলিয়া!

পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা প্যাট কামিন্সদের শিবিরে।

Border Gavaskar Trophy 2024: Australia coach to visit IPL auction during IND vs AUS Test series
Published by: Anwesha Adhikary
  • Posted:November 19, 2024 12:05 pm
  • Updated:November 19, 2024 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুবার নিজের দেশেই বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে। তৃতীয়বার সেটা আটকাতে মরিয়া অজি ব্রিগেড। কিন্তু পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা প্যাট কামিন্সদের শিবিরে। কারণ প্রথম টেস্টে অ্যাসিস্ট্যান্ট কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই খেলতে হবে তাদের। কারণ আইপিএল নিলাম উপলক্ষে ওই সময়ে সৌদি আরবে থাকবেন ভেটোরি।

আগামী শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2024)। পারথে খেলা হবে প্রথম টেস্ট। ওই ম্যাচ চলাকালীনই সৌদি আরবের জেড্ডায় বসবে আইপিএলের মেগা অকশনের আসর। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর নিলাম হবে। সেখানেই নিলাম টেবিলে থাকবেন ভেটোরি। কারণ সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ তিনি। তাই অকশনের সময়ে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনারও থাকবেন। ফলে অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলাতে পারবেন না তিনি।

Advertisement

তবে গোটা বিষয়টিতে অজি ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পেয়েছেন ভেটোরি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বে থাকার পাশাপাশি তিনি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং করান। নিলামের সময়ে দলের সঙ্গে ভেটোরির না থাকা প্রসঙ্গে অজি দলের মুখপাত্র বলেন, “প্রথম টেস্টের পুরো প্রস্তুতি শেষ করে তবেই অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে ভেটোরি। নিলাম শেষ হওয়ার পর থেকে পুরো বর্ডার-গাভাসকর ট্রফিতেই দলের সঙ্গে থাকবেন তিনি।” শোনা যাচ্ছে, পারথ টেস্টের প্রথম দুদিন হয়তো দলের সঙ্গে থাকবেন ভেটোরি। তার পর রওনা দেবেন জেড্ডার উদ্দেশে। 

উল্লেখ্য, পারথ টেস্টের সময় যত এগিয়ে আসছে, তত চড়ছে উত্তেজনার পারদ। নিউজিল্যান্ড সিরিজের দুর্দশা ভুলে বর্ডার গাভাসকর ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে টানা তিনবার নিজের ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি হারার লজ্জা এড়াতে চাইছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে, আগামী দুমাসে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুদলের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement