Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy 2024

সব প্ল্যানমাফিক চলছে! তিনদিনের প্রস্তুতি শেষে বিরাটদের নিয়ে আত্মবিশ্বাসী গম্ভীরের সহকারী

ম্যাচ সিমুলেশনে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভারতের ক্রিকেটাররা, দাবি অভিষেক নায়ারের।

Border Gavaskar Trophy 2024: Abhishek Nayar opens up after three-day match stimulation
Published by: Arpan Das
  • Posted:November 18, 2024 6:43 pm
  • Updated:November 18, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টের সময় যত এগিয়ে আসছে, তত চড়ছে উত্তেজনার পারদ। নিউজিল্যান্ড সিরিজের দুর্দশা ভুলে বর্ডার গাভাসকর ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি হিসেবে তিনদিনের ম্যাচ সিমুলেশন করেছে ভারতীয় দল। তার শেষে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়ে গেলেন, যেটা উদ্দেশ্য ছিল, সেটা এখান থেকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট (Border Gavaskar Trophy 2024)। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত। কারণ, সে মাঠের গতি-বাউন্সের সঙ্গে প্রভূত মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের। সেই ম্যাচে অবশ্য একাধিক চোট-আঘাতের ঘটনা ঘটেছে। কেএল রাহুলের চোটের পর প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিল।

Advertisement

ম্যাচ শেষে অবশ্য আত্মবিশ্বাসী শোনাল নায়ারকে। তিনি জানালেন, “অস্ট্রেলিয়া আসার আগে গৌতি ভাই (গৌতম গম্ভীর) ও রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানেই ঠিক করি, এই তিনদিন আমরা কী চাই? আমরা চেয়েছিলাম তরুণ ও অভিজ্ঞদের মাঠে অনেকটা সময় কাটাতে পারে। যাতে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।”

সেই সঙ্গে গম্ভীরের সহকারীর সংযোজন, “আমরা চার বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলতে এসেছি। তাই এমন একটা ম্যাচ চেয়েছিলাম, সেখানে সবাই সুযোগ পায়। একবার আউট হলেও দ্বিতীয়বার ব্যাট করতে পারে। আমার মতে, এই দ্বিতীয়বারে সবাই আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে। এখন অনেক স্বচ্ছন্দে খেলতে পারবে। আমরা ঠিক যা চেয়েছি, তা এখান থেকে পেয়ে গিয়েছি।” এবার দেখার পারথ টেস্টে এই প্রস্তুতির ভালো প্রভাব পড়ে কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement