সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে ভারতীয় দলে স্বস্তি। আঙুলের চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন শুভমান গিল (Shubman Gill)। শুক্রবার সকালে ভারতীয় দলের নেটে দেখে গেল, গোলাপি বলে ব্যাট করছেন তারকা ক্রিকেটার। আগামী শুক্রবার অ্যাডিলেডে দিনরাতের টেস্ট (Border Gavaskar Trophy 2024-25) খেলতে নামছে টিম ইন্ডিয়া।
পারথ টেস্টের আগে ম্যাচ সিমুলেশনে স্লিপে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন শুভমান। যে কারণে ম্যাচে নামা হয়নি। তবে আশা করা গিয়েছিল দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনেও আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। মাঝখানে অবশ্য শোনা গিয়েছিল, গিলের আঙুলের চোট সারতে নাকি অনুমানের চেয়েও বেশি সময় লাগছে। তাই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নামতে পারবেন না শুভমান।
তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তরুণ ক্রিকেটার। শুক্রবার সকালে নেটে ব্যাট করেন তিনি। ব্যাটে-বলে করার পাশাপাশি বেশ ভালোভাবে বল ছাড়তে দেখা যায় শুভমানকে। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। তার আগে আগামী শনিবার থেকে ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত। সেই অনুশীলন ম্যাচে গিল নামবেন কিনা, সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। গিল অ্যাডিলেড টেস্টে খেলবেন কিনা, সরকারিভাবে সেই নিয়েও কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।
শুভমান না খেললেও অ্যাডিলেডে নামতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার নেটে বেশ ভালো ছন্দে দেখা যায় তাঁকে। রোহিত ফেরায় বদলে যাবে ভারতের প্রথম একাদশ। ওপেনিং থেকে সরানো হবে কে এল রাহুলকে। গিল না খেললে রাহুল তিনে নামবেন। কিন্তু অ্যাডিলেডে শুভমান ফিরলে রাহুলকে পাঁচ বা ছয়ে নামতে হবে। তার আগে মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ খেলবে ভারত। গোলাপি বলে খেলা হবে দুদিনের ওই ম্যাচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.