Advertisement
Advertisement

Breaking News

Bishan Singh Bedi Death

Bishan Singh Bedi Death: শচীন থেকে বিরাট, কুম্বলে থেকে অশ্বিন, স্পিন লেজেন্ডের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন।

Bishan Singh Bedi Death: From Sachin Tendulkar to Virat Kohli, tributes pour in for one of India’s greatest cricketers। Sangbad Pratidin

অতীতের অ্যালবাম থেকে। বিষাণ সিং বেদীর সঙ্গে তরুণ শচীন তেন্ডুলকর। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 23, 2023 7:56 pm
  • Updated:October 23, 2023 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত বিষাণ সিং বেদী। ভারতের কিংবদন্তি স্পিনারকে নিয়ে শোকবার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিসিসিআই-এর তরফেও শোকবার্তা দেওয়া হয়েছে। শচীন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, অনিল কুম্বলের মতো প্রাক্তনদের পাশাপাশি বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন প্রয়াত বেদীকে নিয়ে শোকবার্তা দিয়েছেন।

শচীন লিখেছেন, ‘সাসু, ওঁ আমাকে এই নামেই ডাকত। বিষাণ পাঁজির মতো মানুষকে প্রথম দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওঁর কোচিংয়েই ইংল্যান্ডে প্রথম শতরান করেছিলাম। এমনকি নিউজিল্যান্ডের শীতের সন্ধাবেলা পাঁজির সঙ্গে কতা আলোচনা করেছি। আজ বিষাণ পাঁজিকে খুব মনে পড়ছে।’

Advertisement

 

[আরও পড়ুন: দিলখোলা, বিতর্কিত না পারফর্মার! বন্ধুদের কাছে কেমন ছিলেন স্পিন লেজেন্ড বিষাণ?]

 

 

Bishan Singh Bedi+Virat Kohli
বিষাণ সিং বেদীকে প্রনাম করতে যাচ্ছেন বিরাট কোহলি। ফাইল ছবি

বিরাট লিখেছেন, ‘বিষাণ সিং বেদী জি নেই! ভাবতেই পারছি না। ওঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রইল।’ অশ্বিন সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন মহান ক্রিকেটার অনশ্যই। তবে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বও। তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে যে কোনও পথ পেরোতেন।’ ভারতের বিশ্বজয়ী টিমের সদস্য গৌতম গম্ভীর লেখেন, ‘বেদীজির প্রয়াণে খুবই দুঃখিত। ক্রিকেটে তাঁর অবদান আজীবন মনে থাকবে। তাঁর পরিবার এবং স্বজনদের সমবেদনা রইল।’

 

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান লিখছেন, ‘ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা। বিষাণ সিং বেদী আর আমাদের মধ্যে নেই। ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।’ উইকেট কিপার তথা ধারাভাষ্যকার দীনেশ কার্তিকও বেদী সম্পর্কে লিখেছেন, ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি।

‘সর্দার অব স্পিন’ বিষাণ সিং বেদীকে নিয়ে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ লিখছেন, ‘বিষাণ সিং বেদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতের সেরা বোলারদের তালিকায় আজীবন থাকবেন।’ ভারতের ওপেনার শিখর ধাওয়ান সম্পর্কে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে মিস করব।’

[আরও পড়ুন: ৭৭ বছর বয়সে চিরঘুমে স্পিন লেজেন্ড বিষাণ সিং বেদী]

 

সোমবার ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি এই স্পিনার। দেশের সেরা বাঁ হাতি স্পিনার তিনি। দেশের হয়ে ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তাঁর দুর্দান্ত বোলিংয়ে একাধিক চিরস্মরণীয় জয় পেয়েছে ভারত। ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি অনুপ্রাণিত করবেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।’

 

বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘নিজের দুর্দান্ত বোলিংয়ে দেশকে অবিস্মরণীয় সব জয় উপহার দিয়েছেন। তাঁর নাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। মহান অধিনায়ক ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement