Advertisement
Advertisement

Breaking News

নভদীপ

এখনও আনফিট ভুবি, ডাক পেয়ে ইংল্যান্ড উড়ে গেলেন এই বোলার

ফিজিও প্যাট্রিক ফারহার্টের তত্ত্বাবধানেই দ্রুত ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন ভুবি।

Bhuvneshwar Kumar is still unfit, Navdeep Saini reached England
Published by: Sulaya Singha
  • Posted:June 24, 2019 7:51 pm
  • Updated:June 24, 2019 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ফিট নন ভুবনেশ্বর কুমার। কবে সম্পূর্ণ সুস্থ হবেন, স্পষ্ট নয়। আর সেই কারণেই নেট বোলার হিসেবে ইংল্যান্ডে পৌঁছে গেলেন ভারতীয় এ দলের নিয়মিত সদস্য নভদীপ সাইনির। যাঁকে স্ট্যান্ড-বাইয়ের তালিকায় আগেই রাখা হয়েছিল।

[আরও পড়ুন: বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে বিরল রেকর্ড গড়লেন শাকিব]

আঙুলে চোট পেয়ে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। যদিও আফগানিতাস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। লোকেশ রাহুলকে ওপেনিংয়ে এনে চার নম্বরে বিজয় শংকরকে রেখেই দল সাজানো হয়েছিল। সে ম্যাচে ছিলেন ভারতীয় পেসার ভুবিও। কারণ তার আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়ই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল তাঁর। যন্ত্রণা এতটাই বাড়ে যে বল না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। কোহলি জানিয়েছিলেন, অন্তত দু-তিন ম্যাচ তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। ভুবির পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন মহম্মদ শামি। দলে সুযোগ পেয়েই আফগানদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বাংলার পেসার। কিন্তু ভুবি যে এখনও সেরে ওঠেননি নভদীপকে ডেকে পাঠানোয় তা স্পষ্ট হয়ে গেল। হালকা শরীরচর্চা করছেন ঠিকই, কিন্তু তাতে একেবারেই স্বচ্ছন্দ্য মনে হচ্ছে না তাঁকে। ফিজিও প্যাট্রিক ফারহার্টের তত্ত্বাবধানেই দ্রুত ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার।

Advertisement

Naavdeep

এদিকে ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন নভদীপ। ভারতীয় দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন। তিনিই আপাতত দলের একমাত্র নেট বোলার। কারণ মূল দলের বোলাররা নিয়মিত নেটে বল করেন না। তাই বুমরাহ বা শামিদের উপর নির্ভর করে থাকতে পারবেন না ব্যাটসম্যানরা। সেই কারণেই নভদীপকে ডেকে পাঠানো হয়েছে। নটিংহ্যাম পর্যন্ত দলের নেট বোলারের ভূমিকায় ছিলেন খালিল আহমেদ। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ম্যাচ থাকায় ফিরে এসেছেন তিনি। দীপক এবং খলিলের সঙ্গেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল নভদীপের। কিন্তু চোটের কারণে শুরুতে পৌঁছতে পারেননি তিনি।

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে হাই তোলা নিয়ে আজব সাফাই সরফরাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement