গৌতম গম্ভীর। ফাইল ছবি।
দেবাশিস সেন, পারথ: বর্ডার গাভাসকর ট্রফির (BGT 2024-25) প্রথম টেস্টে দাপটের সঙ্গে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এক লহমায় উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর তৈরি হওয়া যাবতীয় সংশয়। পারথ টেস্টের বুমরাহদের সাফল্যে মশগুল দেশের ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যেই আচমকা দেশে ফিরছেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু কেন?
কিউয়িদের কাছে হারের পর গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। এমনকী শোনা যাচ্ছিল, বর্ডার গাভাসকর ট্রফিতেই তাঁর অগ্নিপরীক্ষা হবে। নতুবা তাঁর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যদিও প্রথম টেস্টে সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হল গম্ভীর বাহিনী। আর পারথে জয়ের পরই ভারতে ফিরে আসছেন তিনি। শোনা যাচ্ছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন গম্ভীর। বিস্তারিত জানা না গেলেও সূত্রের খবর, পরিবারের কেউ অসুস্থ হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতের কোচ।
পরের টেস্ট ৬ ডিসেম্বর থেকে। সেটা আবার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। যেখানে গতবার ৩৬ রানে অল আউটের কলঙ্কও রয়েছে। গম্ভীর অবশ্য তার আগেই ফিরবেন। জানা যাচ্ছে ৩ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অর্থাৎ, অ্যাডিলেডে নামার আগেও ২-৩ দিন সময় থাকবে। এই সময়টা অবশ্য ভারতীয় দল ব্যস্ত থাকবে দ্বিতীয় টেস্টের জন্য অজিদের মহড়ায়। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় ভারতীয় দল পিঙ্ক বলে প্র্যাক্টিস ম্যাচ খেলবে। গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ দায়িত্ব সামলাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.