Advertisement
Advertisement

Breaking News

এগিয়ে চলেছে লক্ষ্মীর দল, ছত্তিশগড়কে উড়িয়ে দিয়ে সৈয়দ মুস্তাক আলির নক আউটে বাংলা

মুস্তাক আলির শুরু থেকেই বিধ্বংসী ফর্মে অভিম‌‌ন্যু ঈশ্বরণরা।

Bengal team scripts another victory in Syed Mushtaq Ali Trophy | Sangbad Pratidin

বাংলার কোচ লক্ষ্ণীরতন শুক্লা (ফাইল ছবি)।

Published by: Krishanu Mazumder
  • Posted:October 21, 2022 9:37 am
  • Updated:October 21, 2022 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) টি-টোয়েন্টিতে ছত্তিশগড়কে উড়িয়ে টানা চার ম‌্যাচে জয়। একইসঙ্গে গ্রুপ শীর্ষে থেকে নকআউটের টিকিটও পাকা করে ফেলল বাংলা (Bengal)।

মুস্তাক আলির শুরু থেকেই বিধ্বংসী ফর্মে অভিম‌‌ন‌্যু ঈশ্বরণরা। সেটা আবারও দেখা গেল বৃহস্পতিবার। ছত্তিশগড়কে হারালেই নকআউট এদিন নিশ্চিত ছিল। বাংলা শুধু হারাল না, গোটা ম‌্যাচ জুড়ে রীতিমতো কর্তৃত্ব করে গেল। শাহবাজ আহমেদ আবারও দুরন্ত। একটা সময় বাংলা একটু চাপে ছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘নারীমুক্তির দাবিতে পথে ইরান’, দেশের অবস্থা তুলে ধরলেন কলকাতায় খেলে যাওয়া মজিদের বন্ধু]

ওপেনিং পার্টনারশিপে ৪৯ রান ওঠার পর খুব দ্রুত তিনটে উইকেট চলে যায় বাংলার। সেখান থেকেই আবার পাল্টা দেওয়া শুরু করেন শাহবাজ। গত কয়েক মরশুম ধরেই বাংলার সবচেয়ে ধারাবাহিক পারফর্মারের নাম শাহবাজ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। এদিন প্রথমে ব‌্যাট হাতে ২৮ বলে ৪৮ নঃআঃ-র দুরন্ত ইনিংস খেললেন। তারপর আবার দুটো উইকেট।

একইসঙ্গে ঋত্বিক রায়চৌধুরি ৩১ রানের ভাল একটা ইনিংস খেলেন। সবমিলিয়ে বাংলা ২০ ওভারে ১৬১/৬ তোলে। লখনউয়ে যে পিচে খেলা হচ্ছে, সেখানে রানটা বেশ ভাল। আর তারপর শুধুই বঙ্গ বোলারদের দাপট। একটা সময় বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে ব্রাত‌্য জনের দলে ফেলে দেওয়া হয়েছিল। সেই প্রদীপ্তই এদিন চার উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন, টিম তাঁর উপর ভরসা রাখতেই পারে। ছত্তিশগড় অলআউট হল ১০৮ রানে।

ম‌্যাচ শেষে বঙ্গ কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) বলছিলেন, ‘‘সবে একটা ধাপ পেরোলাম আমরা। এখনও অনেক দূর যেতে হবে। তাই উচ্ছ্বাসে ভেসে যেতে আমি রাজি নই। টিমকেও সেটা বলে দিয়েছি। আমরা ভাল খেলছি। তবে আরও ভাল খেলতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা আমাদের এই দলে নেই।’’ 

[আরও পড়ুন: অবশেষে জয়ের রাস্তায় ইস্টবেঙ্গল, ঘরের মাঠেই চূর্ণ নর্থ-ইস্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement