ছত্তিশগড়: ১১৮-৭ (অখিল ৭৩, অজয় মণ্ডল ২৫)
বাংলা: ১১৯-৩ (সুদীপ ৫১*, ঋদ্ধিমান ২৪)
বাংলা ৭ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali) টি টোয়েন্টিতে জয় দিয়ে মরশুম শুরু করল বাংলা। বৃহস্পতিবার ছত্তিশগড়কে সাত উইকেটে হারাল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। টস জিতে ছত্তিশগড়কে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। ২০ ওভারে ছত্তিশগড় করে সাত উইকেটে ১১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলা (Bengal)। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ২টি উইকেট নেন।
ছত্তিশগড়ের ( Chhattisgarh) হয়ে অখিল হেরওয়াদকর ৬০ বলে ৭৩ রান করেন। তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কা। অখিল রান পেলেও বাকিরা কিন্তু রান পাননি। ছত্তিশগড়ের ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ও অভিষেক দাস ওপেন করতে নামেন। ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলা। অভিষেক দাস ১৭ রান করে ফেরেন। করণ লাল ও সুদীপ ২৪ রান যোগ করার পরে আউট হন করণ (১১)।
ঋদ্ধিমান সাহাকে গ্রুপ পর্বে পেয়েছে বাংলা। দলের কাছে ঋদ্ধি সম্পদ। তাঁকে অবশ্য এদিন মিডল অর্ডারে পাঠানো হয়। ঋদ্ধিমান খেলেন ২২ বলে ২৪ রানের ইনিংস। সুদীপের সঙ্গে ৫০ রান জোড়েন ঋদ্ধি। বাকি কাজ করেন সুদীপ এবং কাইফ আহমেদ। অধিনায়ক সুদীপ ৫১ রানে অপরাজিত থেকে বাংলাকে ম্যাচ জেতান। তাঁর ইনিংসে সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি। কাইফ ১১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
ছত্তিশগড়ের বোলারদের মধ্যে রবি কিরণ ২টি এবং বীরপ্রতাপ সিং ১টি উইকেট নেন। প্রথম ম্যাচে জয়ের পরে বাংলা অধিনায়ক সুদীপ বলেন,”জয় দিয়ে শুরু হল টুর্নামেন্ট। এটা ভাল ইঙ্গিত। আমাদের দলগত পারফরম্যান্স ভাল হয়েছে। এটাই দরকার ছিল। প্রতিটি বিভাগে আমরা দাপট দেখিয়েছি। আমরা একেকটা ম্যাচ নিয়ে ভাবছি। পরের ম্যাচ নিয়ে আমরা ভাবছি এখন থেকেই।”
বোলারদের প্রশংসা করে বাংলা অধিনায়ক বলেন, ”আমাদের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। বিপক্ষের রানের গতি আটকে রেখেছিল আমাদের স্পিনাররা। তার ফলে ওদের অল্প রানে আটকে রাখতে পেরেছিলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.