Advertisement
Advertisement

Breaking News

Bengla ranji

জোড়া সেঞ্চুরির পর দাপট বোলারদের, মধ্যপ্রদেশকে গুঁড়িয়ে রনজি ফাইনালে বাংলা

৩০৬ রানে জয় পেয়েছে বাংলা।

Bengal reaches Ranji Trophy final, beating Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 12, 2023 1:55 pm
  • Updated:February 12, 2023 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন মরশুমে দ্বিতীয় বার। আবারও রনজি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠল বাংলা (Bengal Ranji Team)। রবিবার মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে দেন মনোজ তিওয়ারিরা। প্রথম ইনিংসে অনুষ্টুপ ও সুদীপের জোড়া সেঞ্চুরির পর বল হাতে দাপট দেখিয়েছিলেন আকাশ দীপ। ম্যাচের শেষ দিনে বল হাতে বাংলার নায়ক হয়ে উঠলেন প্রদীপ্ত প্রামাণিক। পাঁচ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করলেন তিনি। একদিনেরও কম সময়ে মাত্র ২৪১ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস।

গত মরশুমে রনজি সেমিফাইনালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাছেই হারতে হয়েছিল বাংলাকে। রবিবার তাদের দুরমুশ করে মধুর প্রতিশোধ নিলেন অনুষ্টুপ মজুমদাররা। প্রথম ইনিংসে আঙুলের ব্যথা নিয়েই দুরন্ত সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ। শতরান এসেছিল সুদীপ ঘরামির ব্যাট থেকেও। প্রথম ইনিংসে ৪৩৮ রান করার পরে অনেকেই আশাবাদী ছিলেন, এই ম্যাচ জিততে পারে বাংলা। 

Advertisement

[আরও পড়ুন: ফের বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ, রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ জিতলেন বেঞ্জেমারা]

বোলারদের দাপটে এই আশা আরও বেড়ে যায়। আকাশ দীপের আগুনে বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন রজত পাটিদাররা। মাত্র ১৭০ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। একাই পাঁচ উইকেট তুলে নেন আকাশ দীপ। প্রথম ইনিংসে ২৬৮ রানের বিশাল লিড নেয় বাংলা। 

দ্বিতীয় ইনিংসেও ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন অনুষ্টুপ। তারপর প্রদীপ্ত প্রামাণিকের অপরাজিত ৬০ রানের জোরে ২৭৯ রান তোলে বাংলা। ম্যাচের শেষ দিনেও ভেলকি দেখালেন প্রদীপ্ত। মাত্র ৫১ রান দিয়ে ৫ উইকেট পান তিনি। ২৪১ রানেই শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। বিশাল ব্যবধানে জিতে ১৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে বাংলা। 

[আরও পড়ুন: ‘বলের থেকে ব্যাট করার জন্য বেশি মুখিয়ে থাকি’, কুম্বলের অনবদ্য রেকর্ড ভাঙার পর বললেন অশ্বিন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement