বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাচের একটি মুহূর্ত।
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স: ১১৭/৮ (শুভম ৩৫, আকাশ ৩০, মুকেশ ৩/১০)
সোবিস্কো স্ম্যাশার্স মালদহ: ১২১/৩ (জয়জিৎ ৫৫, ঋতম ৩৫)
৭ উইকেটে জয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদহ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাক্স শ্যাম কলকাতার বোলার সৌরভ শ্রীবাস্তবের বল গ্যালারিতে পাঠিয়ে সোবিস্কো স্ম্যাশার্স মালদহকে জয় এনে দিলেন কাইফ আহমেদ। সেই ছক্কা গ্যালারিতে আছড়ে পড়তেই সোবিস্কো স্ম্যাশার্স মালদহর পতাকা উড়ল। দ্বিতীয় জয় পেল তারা। লিগ শীর্ষেও তারা। অন্যদিকে লাক্স শ্যাম কলকাতা প্রথম হারের স্বাদ পেল। প্রথম ম্যাচ জিতেছিল কলকাতা। দ্বিতীয় ম্যাচে হার মানল তারা। সোবিস্কো স্ম্যাশার্স মালদহ ৭ উইকেটে ম্যাচ জিতে নিল।
শুক্রবার মালদহ টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। কলকাতা নির্ধারিত ২০ ওভারের শেষে করে ৮ উইকেটে ১১৭ রান। অভিষেক পোড়েল (১০), শুভম চট্টোপাধ্যায় (৩৫), অভিলিন ঘোষ (১৪) ও আকাশ পাণ্ডে (৩০)–কলকাতার এই চার ব্যাটার দুঅঙ্কের রান করেন।
টি-টোয়েন্টি ফরম্যাট মানে ধুমধারাক্কা খেলা। চার-ছক্কার বৃষ্টি। আকাশছোঁয়া রান। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে (Bengal Pro T20 League) অবশ্য এদিন রানের প্রবাহ দেখা যায়নি। অপেক্ষাকৃত কম স্কোর হলেও লড়াই ছিল ম্যাচে। মালদহের বোলারদের মধ্যে অধিনায়ক মুকেশ কুমার ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। অখিল নেন ২টি উইকেট।
রান তাড়া করতে নেমে মালদহের ওপেনার জয়জিৎ বসু ৫৫ রান করেন। পাঁচটি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান তিনি। আরেক ওপেনার রণজ্যোৎ খাইরা (৪) রান পাননি। ঋত্বিক চট্টোপাধ্যায়ও ১১ রান করে ডাগ আউটে ফেরেন। সোবিস্কো স্ম্যাশার্স মালদহকে ঋতম পোড়েল (৩৫*) ও কাইফ আহমেদ (১৩*) জয় এনে দেন। ম্যাচের সেরা হন মুকেশ কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.