সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে (Bengal Pro T20 League) মুর্শিদাবাদ কিংস ২৬ রানে ম্যাচ জিতে নিল। মঙ্গলবার মুর্শিদাবাদ কিংস বনাম শ্রাচী রাঢ় টাইগার্সের খেলা ছিল।
টস জিতে শ্রাচী রাঢ় টাইগার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে মুর্শিদাবাদ কিংস পাঁচ উইকেটে ১৮৭ রান করে। মুর্শিদাবাদের ব্যাটারদের মধ্যে সুদীপ ঘরামি সর্বোচ্চ রান করেন। ৫৩ বলে তিনি ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অগ্নিভ পান। ৩৪ বলে ৫৭ রান করেন অগ্নিভ।
মুর্শিদাবাদের রান তাড়া করতে নেমে শ্রাচী রাঢ় টাইগার্স থেমে যায় ৯ উইকেটে ১৬১ রানে। সুমন্ত গুপ্ত (৩৭), শাহবাজ আহমেদ (৩৩), অয়ন গুপ্ত (৩০) উল্লেখযোগ্য রান করলেও দলকে অবশ্য জেতাতে পারেননি। মুর্শিদাবাদ বোলারদের মধ্যে সুখমিত সিং ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা অবশ্য হন সুদীপ ঘরামি।
চারটি দল অবশ্য শেষ চারের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। সোবিসকো স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কিংস, রশ্মি মেদিনীপুর উইজার্ডস এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্স শেষ চারে পৌঁছেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.