Advertisement
Advertisement
Ishan Porel

মায়ের সঙ্গে দুর্ব্যবহার চিকিৎসকের, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন বাংলার পেসার ঈশান পোড়েল

এমনটা যেন আর কারও সঙ্গে না নয়, বলছেন ঈশান।

Bengal Pacer Ishan Porel lashes out at a Doctor for misbehaving with his mother | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 26, 2022 6:20 pm
  • Updated:March 26, 2022 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ব্যবহার, অসুস্থতা নিয়ে মস্করা। সরাসরি বলে দেওয়া, ‘আপনি মানসিক রোগী।’ এমনটাই হয়েছে বাংলার পেসার ঈশান পোড়েলের (Ishan Porel) মায়ের সঙ্গে। চিকিৎসকের কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ ঈশান। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার পেসার।

সচরাচর সোশ্যাল মিডিয়ায় কোনও অভিযোগ করতে দেখা যায় না ঈশানকে। কিন্তু চন্দননগরের ওই চিকিৎসক যেভাবে তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাতে ক্ষোভ দমিয়ে রাখতে পারেননি ভারতীয় এ (India A) দলের নিয়মিত সদস্য। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে ঈশান লিখেছেন, “আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় কিছু নিয়ে অভিযোগ করি না।কিন্তু আজ আমাকে এটা করতে হচ্ছে। আমার মা চন্দননগরের এক চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎক মা’কে কিছু ওষুধ দিয়েছিলেন। মা ওই ওষুধগুলি সম্পর্কে জানতে চাইলে ওই চিকিৎসক হঠাৎ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন।”

Advertisement

[আরও পড়ুন: আগামী বছরই বসতে চলেছে মহিলা আইপিএলের আসর! বড়সড় ঘোষণা ভারতীয় বোর্ডের]

বঙ্গ পেসারের অভিযোগ, ওই চিকিৎসক তাচ্ছিল্যের সুরে তাঁর মাকে বলেছেন, আপনি আমার কাছে নয় কোনও মানসিক চিকিৎসককে দেখান। তার সঙ্গে যোগ করেন, চিন্তা নেই জীবন হানি হয়, এমন কোনও রোগ আপনার মায়ের হয়নি। ঈশান বলছেন, যেভাবে ওই চিকিৎসক কথা বলেছেন। যেভাবে নিজের পদের অপব্যবহার তিনি করেছেন, যেভাবে একজনকে নিয়ে মশকরা করলেন, সেটাই সবচেয়ে খারাপ লাগছে। মানসিক অসুস্থতা যেন খুব সহজ জিনিস এবং সেটা যে কোনও পরিস্থিতিতে বলা যেতে পারে। আমার প্রার্থনা আর কাউকে যেন এই ধরনের পরিস্থিতিতে না পড়তে হয়।”

[আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের উপর বেজায় চটলেন সঞ্জু, আনফলো করলেন টুইটার হ্যান্ডেল, হলটা কী!]

ঈশানের মা অসুস্থ। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। ঘটনা হল, এই কঠিন সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন পেসার মায়ের পাশেও থাকতে পারছেন না। আইপিএল (IPL 2022) খেলতে মুম্বইয়ে আছেন তিনি। গত মরশুমের মতো এই মরশুমেও ঈশানকে কিনেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। বায়ো বাবল থেকে বেরোনোর উপায় নেই। কিন্তু মায়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুনে মুম্বই থেকে রাগে ফুটছেন বাংলার পেসার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement