রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বঙ্গ ক্রিকেটে ফের করোনার থাবা। এবার আক্রান্ত হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। গতকালই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার জের রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হবে বলে নিজেই জানিয়েছেন লক্ষ্মীরতন।
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনার (CoronaVirus) প্রকোপ। মারণ ভাইরাসের প্রকোপ থেকে রাজ্যের মন্ত্রিসভা বা ক্রিকেট মহল কোনওটাই বাদ পড়েনি। এবার এই মারণ ভাইরাস থাবা বসাল লক্ষ্মীর পরিবারেও। সংবাদমাধ্যমে প্রাক্তন বঙ্গ অধিনায়ক জানিয়েছেন, তাঁর স্ত্রী স্মিতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার ফলে তিনি নিজে, তাঁর দুই ছেলে এবং বাবা হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বুধবার মন্ত্রীর পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা হবে। প্রসঙ্গত লক্ষ্মীর স্ত্রী রাজ্যে উচ্চপদস্থ সরকারি আমলা। যার ফলে করোনার প্রকোপের মধ্যেও গত চারমাস অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তাঁকে। করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়েই এই রোগের শিকার হয়েছেন তিনি।
উল্লেখ্য, ক্রিকেটারদের পরিবারে করোনার হানা নতুন কিছু নয়। এর আগে খোদ প্রিন্স অফ ক্যালকাটার ডেরায় হানা দিয়েছে মারণ ভাইরাস। আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি। অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। বাংলার এক প্রাক্তন ক্রিকেটারও করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন সিএবির একাধিক কর্মী। আবার রাজনৈতিক মহলেও করোনার প্রকোপ কম নয়। রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন এক বিধায়ক। আরও একাধিক বিধায়ক এই রোগে আক্রান্ত। হাই-প্রোফাইল আক্রান্তদের এই তালিকায় নাম লেখালেন লক্ষ্মীরতন শুক্লার স্ত্রীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.