সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জার হারের পর দুরন্ত কামব্যাক। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা। বুধবার মধ্যপ্রদেশকে গুঁড়িয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরণরা। গ্রুপ পর্বের ম্যাচে ১৯৩ রানে জয় পেল বাংলা। সোমবারই শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল বঙ্গ ব্রিগেড। তবে একদিনের মধ্যেই জয়ের সরণিতে ফিরেছে লক্ষ্মীরতন শুক্লার দল। শক্তিশালী মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় অক্সিজেন যোগাবে বাংলাকে (Bengal Cricket Team)।
তামিলনাড়ুর বিরুদ্ধে লজ্জাজনক ব্যাটিং ঝেড়ে ফেলেই এদিন মাঠে নেমেছিল বাংলা। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ। তবে বিপক্ষের যাবতীয় রণকৌশলে জল ঢেলে দেন বাংলার দুই ওপেনার। ৮৬ রানের পার্টনারশিপ করেন অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক পোড়েল। ৭৩ রান করে আউট হন অভিমন্যু। তবে উইকেট পড়তে থাকলেও বাংলার রানের গতি কমেনি। ৫০ ওভারের পর ২৫৪ রান তোলে বাংলা।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই সমস্যায় পড়েন মধ্যপ্রদেশের ব্যাটাররা। টপ অর্ডারে ধাক্কা দেন বঙ্গ পেসার আকাশ দীপ। পঞ্চম ওভারেই আউট হয়ে যান ওপেনার হর্ষ গাউলি। পরপর দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের রাশ বাংলার হাতে তুলে দেন আকাশই। তিন উইকেট তুলে নেন তিনি। তার পর শাহবাজ আহমেদের স্পিনের জালে দিশেহারা হয়ে পরপর উইকেট হারায় মধ্যপ্রদেশ। মাত্র ৩.৪ ওভার বল করেই চার উইকেট তুলে নেন স্পিনার। দুই অঙ্কের রানে পৌঁছন মধ্যপ্রদেশের মাত্র দুই ব্যাটার। ২১ ওভারের মধ্যেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশ ইনিংস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.