বাংলা-ছত্তিশগড় ম্যাচের একটি মুহূর্ত। অমিত মৌলিক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা আশঙ্কা করা গিয়েছিল, তাই হল শেষমেশ। ছত্তিশগড়কে প্রথম ইনিংসে অল আউট করা না গেলে ছপয়েন্ট তো নয়ই, তিন পয়েন্টও অর্জন করা সম্ভব হতো না বাংলার পক্ষে। সোমবার তাই হল। রনজি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে তিন পয়েন্টও পেল না বাংলা দল (Bengal Cricket Team)। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। ছত্তিশগড়কে প্রথম ইনিংসে অল আউট করা সম্ভব হল না। সোমবার দিনের শেষে ছত্তিশগড়ের রান ৬ উইকেটে ২১৪।
উল্লেখ্য বাংলা প্রথম ইনিংসে ৩৮১ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। ছত্তিশগড় বাংলার থেকে পিছিয়ে থাকলেও বাংলার বোলাররা তো ছত্তিশগড়কে মুড়িয়ে দিতে ব্যর্থ হয়েছেন। আর তার ফলেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। বাংলার হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিষেক পোড়েল। ম্যাচের সেরা হন তিনিই।
রবিবার গোটা দিনে মাত্র ৯ ওভার খেলা হয়েছিল। বাংলা ২টি উইকেট তুলে নিয়েছিল। সোমবার চারটি উইকেট নিলেন বাংলার বোলাররা। আশুতোষ সিং রুখে দাঁড়ালেন। ২৪০বলে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। তার পরেই রয়েছে সঞ্জিত দেশাইয়ের ৩৭ রানের ইনিংস। বাংলার বোলারদের মধ্যে সূরয় সিন্ধু জয়সওয়াল ৪টি উইকেট দখল করেন।
উত্তর প্রদেশের বিরুদ্ধেও ছপয়েন্ট পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষদিন পুরো খেলা না হওয়ার ফলেতিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলা-ব্রিগেডকে। রবিবার আম্পায়ারদের ভুলেই মাত্র ৯ ওভার বল করা গিয়েছে। এর খেসারত দিতে হল বাংলা শিবিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.