Advertisement
Advertisement

Breaking News

Ben Stokes: লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের ১৬ কোটির চুক্তি ছাড়তে রাজি ‘বিগ বেন’!

২০২৪ সালে হাঁটুর অস্ত্রোপচার করাতে পারেন বেন স্টোকস।

Ben Stokes could sacrifice IPL contract to help England defend World Cup। Sangbad Pratidin

সিএসকে-এর আগে ইংল্যান্ডকে গুরুত্ব দিচ্ছেন বেন স্টোকস।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 15, 2023 9:48 am
  • Updated:August 15, 2023 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডকে (England) দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপ জেতানোই তাঁর একমাত্র লক্ষ্য। আর তাই আইপিএল-এর (IPL) অন্যতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ১৬ কোটি টাকার চুক্তি থেকেও বেরিয়ে আসতে পারেন বেন স্টোকস (Ben Stokes)। সেই দেশের প্রথমসারির একাধিক সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে। তবে এই ইস্যু নিয়ে ‘বিগ বেন’ এখনও কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে একদিনের দলের অধিনায়ক জস বাটলারের ((Joss Buttler) সঙ্গে কথা বলার পরেই অবসর ভেঙে কাপ যুদ্ধের জন্য প্রস্তুত নিতে পারেন তিনি।

কিন্তু কেন বেন স্টোকস আইপিএল থেকে সরে আসতে চাইছেন? ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তার দু’মাস পরেই আবার ভারতে আসতে হবে স্টোকসকে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়‌ শুরু হবে ২৫ জানুয়ারি। চলবে ১১ মার্চ পর্যন্ত। এর কয়েক দিন পরেই আইপিএল শুরু হয়ে যাবে, যা আরও দু’মাস চলবে। অর্থাৎ সব মিলিয়ে স্টোকসকে প্রায় পাঁচ মাস ভারতেই কাটাতে হবে। শোনা যাচ্ছে তাই আইপিএল না খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডার।

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপের জন্য কি দুই তারকা ফিট? বড় মন্তব্য করলেন রাহুল দ্রাবিড়]

অবশ্য আইপিএল থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আরও একটি তত্ব শোনা যাচ্ছে। ২০২৪ সালে হাঁটুর অস্ত্রোপচার করাতে পারেন স্টোকস। শোনা যাচ্ছে সেই অস্ত্রোপচার নাকি আইপিএল-এর সময় হতে পারে। তেমনটা হলে তাঁর চেন্নাইয়ের হয়ে খেলার সম্ভাবনা আরও কমে যাচ্ছে।

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর (ICC ODI World Cup 2019), ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জিতেছিল ইংল্যান্ড। দু’বারই ব্রিটিশদের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বেন স্টোকস। কিন্তু টেস্টে নিজেকে তুলে ধরার জন্য এহেন তারকা অলরাউন্ডার অনেক ১৩ মাস আগেই ওডিআই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। তবুও দ্বিতীয়বার বিশ্বজয়ী হওয়ার জন্য বেন স্টোকসকে দলে ফেরাতে মরিয়া ইসিবি (ECB)।

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ আগস্ট বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করবে ইসিবি। সীমিত ওভারের কোচ ম্যাথু মট জানিয়েছেন আসন্ন বৈঠকে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টোকসকে রাজি করিয়ে জস বাটলার আবারও ফিরিয়ে আনতে পারেন কি না সেটাই দেখার। এছাড়া ২০১৯ বিশ্বকাপের হিরো জোফ্রা আর্চারের মেডিক্যাল রিপোর্টের উপরেও নজর রাখা হবে।

[আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে মাঠে কিলবিল করছে সাপ! ভয় ধরিয়ে দেওয়া ভাইরাল ভিডিও দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement