Advertisement
Advertisement
BCCI

চুনকামের ময়নাতদন্তে রোহিত-গম্ভীরকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ বোর্ড কর্তাদের, কী কী উঠে এল?

যে কোনও মূল্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে টিমের প্রত্যাবর্তন চান বোর্ড কর্তারা।

BCCI's Six-Hour Meeting With Gautam Gambhir, Rohit Sharma And Ajit Agarkar
Published by: Subhajit Mandal
  • Posted:November 9, 2024 11:04 am
  • Updated:November 9, 2024 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অপ্রত্যাশিত হোয়াইটওয়াশ ভারতীয় ক্রিকেটকে বেশ ভালোরকম নাড়িয়ে দিয়েছে। সেটা স্পষ্ট বোর্ড কর্তাদের মনোভাবে। সূত্রের খবর, নিউজিল্যান্ড সিরিজে চুনকামের পর্যালোচনায় বিসিসিআই যে বৈঠক ডেকেছিল, সেই বৈঠক চলেছে টানা ছ’ঘণ্টা। আর তাতে একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মা-গৌতম গম্ভীরদের। টিম ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে, জয়ে ফেরার জন্য প্রয়োজনে দ্রুত রণকৌশল বদলাতে হবে রোহিত-গম্ভীরদের।

বোর্ড সূত্রের খবর, হারের ময়নাতদন্তের জন্য অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকরকে তলব করা হয়েছিল। বৈঠকে ছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি রজার বিনি। সূত্রের খবর, ওই বৈঠক চলেছে টানা ৬ ঘণ্টা। আর তাতে রোহিত-গম্ভীরদের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। দ্রাবিড়ীয় দর্শন ভুলে গম্ভীর যুগে পা রাখা ভারতীয় দলের শুরুটা মোটেই ভালো হয়নি। আর সেটার জন্য অনেকেই দায়ী করছেন গুরু গম্ভীরের ‘একগুয়েমি’কে। সূত্রের খবর, গম্ভীরের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ওই বৈঠকে প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তারা।

Advertisement

বোর্ড কর্তাদের প্রশ্ন, সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও কেন মুম্বই টেস্ট জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হল? পুণেতে স্পিনের সামনে ধরাশায়ী হওয়ার পরও মুম্বইয়ে স্পিন সহায়ক পিচ তৈরি করা হল কেন? পিচ নিয়ে গম্ভীরের ‘ফরমাইশ’ করার প্রবণতা নিয়েও বোর্ড কর্তারা প্রশ্ন তুলেছেন বলে সূত্রের দাবি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। যা পরিস্থিতি তাতে অজিভূমিতে অন্তত গোটা তিনেক ম্যাচ জিতে না ফিরতে পারলে টেস্ট ফাইনালে খেলা হবে না রোহিতদের। বোর্ড সেটা মেনে নিতে রাজি নয়। সূত্রের খবর, অস্ট্রেলিয়া সিরিজে দলকে ছন্দে ফেরাতে কী কী করতে হবে? কীভাবে দল জয়ের সরণিতে ফিরতে পারে, বোর্ডের কিছু করণীয় আছে কিনা, সেসবও জানতে চাওয়া হয় বোর্ড কর্তাদের কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement