Advertisement
Advertisement
BCCI

এক বছর দেশের হয়ে খেলে কত টাকা পাবেন রোহিতরা? প্রকাশ্যে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা

মোট ২৭ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করবে ভারতীয় বোর্ড।

BCCI's central contracts list for 2021-22 finalised | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 4, 2022 12:10 pm
  • Updated:March 4, 2022 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করে ফেলল বিসিসিআই (BCCI)। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত একবছরের সময়কালের জন্য মোট ২৭ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করছে ভারতীয় বোর্ড। প্রকাশ্যে বোর্ডের তরফে নাম ঘোষণা করা না হলেও এক প্রথম সারির ক্রিকেট ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।

বোর্ডের সর্বোচ্চ সারির অর্থাৎ A+ গ্রেডের চুক্তি পেয়েছেন মাত্র তিনজন। এরা একবছর ভারতের হয়ে খেলার জন্য পাবেন ৭ কোটি টাকা। ৫ জন ক্রিকেটার পেয়েছেন A গ্রেডের চুক্তি। এদের বার্ষিক চুক্তির অঙ্ক ৫ কোটি টাকা। মোট ৭ জন ক্রিকেটার পেয়েছেন B গ্রেডের চুক্তি। এরা একবছর খেলে পাবেন ৩ কোটি টাকা। মোট ১২ জন ক্রিকেটারের সঙ্গে ১ কোটি টাকার অর্থাৎ C গ্রেডের চুক্তি করেছে বোর্ড। এই চুক্তির পাশাপাশি প্রতিটি ম্যাচ খেলার জন্য আলাদা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

Advertisement

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি:
গ্রেড A+ (৭ কোটি টাকা)
রোহিত শর্মা
বিরাট কোহলি
জশপ্রীত বুমরাহ

গ্রেড A (৫ কোটি টাকা)
লোকেশ রাহুল
রবিচন্দ্রন অশ্বিন
রবীন্দ্র জাদেজা
ঋষভ পন্থ
মহম্মদ শামি

[আরও পড়ুন: শততম টেস্টে কোহলিকে বিশেষ সম্মান বোর্ডের, ‘আমি গর্বিত’, অনুষ্কাকে পাশে নিয়ে বললেন বিরাট]

গ্রেড B (৩ কোটি)
অজিঙ্ক রাহানে
চেতেশ্বর পূজারা
ইশান্ত শর্মা
শার্দূল ঠাকুর
অক্ষর প্যাটেল
শ্রেয়স আইয়ার
মহম্মদ সিরাজ

গ্রেড সি (১ কোটি টাকা)
শিখর ধাওয়ান
হার্দিক পাণ্ডিয়া
ভুবনেশ্বর কুমার
উমেশ যাদব
সূর্যকুমার যাদব
মায়াঙ্ক আগরওয়াল
শুভমন গিল
হনুমা বিহারী
ঋদ্ধিমান সাহা
ওয়াশিংটন সুন্দর
দীপক চাহার
যুজবেন্দ্র চাহাল

[আরও পড়ুন: এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন ঋদ্ধির, নেমে গেলেন রাহানে-পূজারাও]

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান (Sikhar Dhawan) এবং হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। A গ্রেড থেকে এরা নেমে গিয়েছেন সি গ্রেডে। রাহানে, পূজারারা দল থেকে বাদ পড়লেও এদের বি গ্রেডের চুক্তিতে রাখছে বিসিসিআই। ঋদ্ধিমান সাহাও সি গ্রেডের চুক্তি পেয়েছেন। উন্নতি হয়েছে শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলের। সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়েছেন এঁরা। কূলদীপ যাদব এবং নবদীপ সাইনিকে কোনও চুক্তিতেই রাখা হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement