ফাইল ছবি।
আলাপন সাহা: আইপিএল উদ্বোধনের জন্য বোর্ড কর্তাদের সবাই কলকাতায়। শহরে শনিবার অ্যাপেক্স কমিটির বৈঠকও সেরে রাখা হল। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল। একদিকে যেমন ভারতীয় হোম সিরিজের সূচি নিয়ে আলোচনা হল, মহিলাদের বিশ্বকাপ নিয়ে আলোচনা হল, তেমনি আলোচনা হয়ে গেল ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নিয়েও। বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হলেও যেটা সিদ্ধান্ত হল না সেটা হল, বিরাট-রোহিতদের কোন গ্রেডে রাখা হবে।
ভারতীয় দলের হোম সিরিজের সূচি যেমন ঠিক হয়েছে। তেমনই আসন্ন মহিলা বিশ্বকাপের কেন্দ্র নিয়েও বিস্তর আলোচনা হয়। ২০১৬-তে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও মহিলাদের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। তবে এবার ওয়ানডে ফরম্যাটে। এখনও পর্যন্ত যা ঠিক হয়ে আছে, তাতে ৪ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। ফাইনাল ২ নভেম্বর। ঠিক হয়েছে, তিন থেকে মহিলা বিশ্বকাপের জন্য ঠিক হল তিন কেন্দ্র চারটে কেন্দ্রে বিশ্বকাপের সব ম্যাচ হবে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, মহারাষ্ট্র আর গুজরাট-দুটো রাজ্যে বিশ্বকাপের ম্যাচ হবে। উদ্বোধন হতে পারে বরোদায়। কিন্তু ওই সময় দুটো রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই পরিকল্পনা বদলানো হচ্ছে। যা খবর, বৈঠকে তিনটে কেন্দ্র ঠিক হয়েছে। বিশাখাপত্তনম, ইন্দোর আর তিরুবন্ততপুরম। একইসঙ্গে গুয়াহাটিতেও একটা ম্যাচ করার ভাবনা চিন্তা চলছে। নিরপেক্ষ কেন্দ্র হিসেবে শ্রীলঙ্কার কথা ভেবে রাখা হয়েছে। পাকিস্তান এখনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। এপ্রিলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। পাকিস্তান যদি শেষমেশ কোয়ালিফাই করে, তাহলে শ্রীলঙ্কা থাকবে নিরপেক্ষ কেন্দ্র হিসাবে।
মহিলা বিশ্বকাপের পাশাপাশি ভারতীয় টিমের ঘরোয়া ক্রিকেটের সুচিও মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে। আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখান থেকে ফেরার পর ঘরের মাঠে পরপর সিরিজ রয়েছে। তার নির্ঘটও ঠিক করা হল এদিনের বৈঠকে। এর বাইরে অবশ্য আরও একটা ব্যাপার নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়েছে। যা ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ।
ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি নিয়ে বিস্তার আলোচনা হয়েছে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। যা নিয়ে বোর্ড কর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। ক্রিকেটারদের সঙ্গে যে চুক্তি করা হয়, তাতে চারটে গ্রুপ থাকে। এ প্লাস, এ বি আর সি। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা এতদিন এ প্লাস গ্রেডে ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট, রোহিত আর জাদেজা তিনজনই টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দিয়েছেন। বিরাট-রোহিত-জাদেজা তিনজনই এখন আর ওয়ানডে খেলেন। ফলে তাঁদেরকে কোন গ্রুপে রাখা হবে, সেটা নিয়ে বৈঠকে বেশ দীর্ঘক্ষণ আলোচনা হয়।
বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে জানা গেল, বিরাট-রোহিতদের এবার কোনও গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হয়নি। কারও কারও মতে, রোহিতরা যে গ্রুপে রয়েছেন, সেখানেই রাখা হোক। রোহিত ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আর একটা মহলের বক্তব্য হল, যাঁরা তিনটে ফরম্যাটে খেলছেন না, তাঁদের যদি এ প্লাস গ্রেডে রাখা হয়, তাহলে খারাপ বার্তা যেতে পারে। এই ব্যাপারটা নিয়ে আরও একবার কথা বলা হবে। নির্বাচক প্রধান, কোচের সঙ্গে আলোচনা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.