Advertisement
Advertisement

Breaking News

BCCI

টি-২০ বিশ্বকাপের আগেই ফিরছে ভারতীয় দলের আকাশি জার্সি! নেটদুনিয়ায় তুঙ্গে জল্পনা

এবার টিম ইন্ডিয়ার জার্সি তৈরিতে অংশ নিতে পারেন আপনিও।

BCCI to reveal new Team India jersey ahead of T20 World Cup 2022 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2022 9:03 pm
  • Updated:October 11, 2022 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ টি-২০ বিশ্বকাপের নস্ট্যালজিয়া ফিরিয়ে ফের বিশ্বকাপে আকাশি জার্সি গায়ে চাপিয়ে নামতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা! তেমনই জল্পনা মাথাচাড়া দিয়েছে নেটদুনিয়ায়।

আসলে মঙ্গলবারই ভারতীয় বোর্ডের অফিসিয়াল জার্সি স্পনসর MPL স্পোর্টস বার্তা দিয়েছে দ্রুত টিম ইন্ডিয়ার জার্সি বদল হতে চলেছে। MPL স্পোর্টসের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, এবং কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারদের দেখা গিয়েছে সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে। আসলে MPL স্পোর্টস চাইছে, নয়া জার্সিতে সমর্থকদেরও অংশীদারিত্ব থাক। ভারতীয় দলের নতুন জার্সি তৈরিতে সাহায্য করুক সমর্থকরাও।

Advertisement

[আরও পড়ুন: ভাল সময় ফিরছে! এবার মাঠের বাইরে বিরাট নজির কিং কোহলির]

MPL স্পোর্টসের টুইট করা ভিডিওতে রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, আমরা ক্রিকেটার হয়েছি আপনাদের মতো সমর্থকদের জন্যই। শ্রেয়স বলেন, ‘আপনাদের সমর্থন না থাকলে ক্রিকেট খেলাটা খেলা হত না। এরপর হার্দিক পাণ্ডিয়া বলেন,’টিম ইন্ডিয়ার নতুন জার্সি তৈরিতে শরিক হন।’ আসলে বিসিসিআই চাইছে, ভারতীয় দলের নতুন জার্সিতে থাক সমর্থকদের বার্তাও। অর্থাৎ জার্সি তৈরিতে যোগদান থাক সমর্থকদেরও। কীভাবে? ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর MPL স্পোর্টসের তরফে জানানো হয়েছে, এজন্য সমর্থকদের www.harfankijersey.mplsports.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলে সমর্থকরা নিজেদের বার্তা লিখতে পারবেন। সেই বার্তাটি সেরা নির্বাচিত হলে, বার্তাটি ভারতীয় দলের বিশ্বকাপের জার্সিতে দেওয়া হবে। অর্থাৎ আপনার লেখা বার্তাও থাকতে পারে ভারতীয় দলের অফিসিয়াল জার্সিতে।

[আরও পড়ুন: ভিডিওতে নাসিম, জানতেনই না উর্বশী! দু’ জনের সম্পর্ক নিয়ে জল্পনার মাঝে ফের বিস্ফোরক অভিনেত্রী]

বোর্ডের এই উপহারে স্বাভাবিকভাবেই উৎসাহিত ক্রিকেটপ্রেমীরা। তবে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওটিতে অন্য একটি বিষয়ে নজর আটকে যায় সমর্থকদের। সেটা হল রোহিত, হার্দিকদের জার্সির রং। টিম ইন্ডিয়ার তারকারা যে জার্সি পরে ভিডিওটিতে দেখা দিয়েছেন, সেটির রং ভারতের বর্তমান জার্সির তুলনায় অনেকটা ফ্যাকাশে। খানিকটা আকাশি রংয়ের পুরনো জার্সির মতো। তাতেই সমর্থকদের অনেকের মনে হচ্ছে, টি-২০ বিশ্বকাপে হয়তো ভারতীয় দলের লাকি জার্সি ফিরতে হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement