ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে ন্যূনতম সংখ্যক ম্যাচ খেলা বাধ্যতামূলক করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এমনই নিয়ম চালু করতে চলেছে। ঈশান কিষানকে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আইপিএল শুরু হতে এখনও বেশ কিছু সময় বাকি। তার আগেই মেগা টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। রনজি ট্রফির মতো টুর্নামেন্টকেও গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। গোটা ঘটনায় তীব্র অসন্তুষ্ট বিসিসিআই (BCCI)। এই কারণেই জাতীয় দলে না থাকা ফিট ক্রিকেটারদের রনজিতে নামার নির্দেশ দেবে বোর্ড। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তা ইতিমধ্যেই ঈশান কিষানকে নাকি বোর্ড নির্দেশ দিয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ঝাড়খণ্ড বনাম রাজস্থান ম্যাচে খেলতে হবে।
নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, ”বিসিসিআই-এর যাঁরা সিদ্ধান্ত নেন,তাঁরা জানেন কিছু ক্রিকেটার লাল বলের ক্রিকেট আর খেলতে চায় না। ভারতীয় দলে যাঁরা নেই, তাঁদের অন্ততপক্ষে মুস্তাক আলির টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে হবে।”
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের রনজি ট্রফিতে খেলার অনীহা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই চাঞ্চল্যের নেপথ্যে অন্যতম প্রধান মুখ ঈশান কিষান (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার। মানসিক অবসাদের কারণে খেলতে পারবেন না বলে জানান। কিন্তু কয়েকদিনের মধ্যেই পার্টি করতে দেখা যায় তাঁকে। অংশ নেন টিভি শো-তেও।
সূত্র মারফত জানা যায়, ঈশানকে বিশেষ বার্তা দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলে ফিরতে হলে রনজিতে ভালো পারফরম্যান্সটাই বাধ্যতামূলক। কিন্তু নির্বাচকদের এই নির্দেশ কার্যত উড়িয়ে দিয়ে রনজিতে নামেননি ঈশান। উলটে আইপিএলে নিজের দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অনুশীলন শুরু করেন।
ঈশান কিষানকে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতেই বোর্ড কড়া মনোভাব নিচ্ছে। রনজিতে কয়েকটি ম্যাচ খেলা বাধ্যতামূলক করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.