Advertisement
Advertisement
BCCI

বিসিসিআইয়ের সচিব পদে জয় শাহর উত্তরসূরি নির্বাচন কবে? প্রকাশ্যে দিনক্ষণ

বোর্ডের নতুন কোষাধ্যক্ষ কে হবেন? সেটাও জানা যাবে একই দিনে।

BCCI to hold Special General Meeting in January to elect Jay Shah's replacement as new secretary

জয় শাহ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:December 20, 2024 4:53 pm
  • Updated:December 20, 2024 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। সেই জায়গায় বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব হয়েছেন দেবজিৎ সইকিয়া। কিন্তু পাকাপাকিভাবে নতুন সচিব কবে নিয়োগ কবে? তারও দিনক্ষণ জানিয়ে দেওয়া হল।

বোর্ডের বার্ষিক সভা আগামী বছরের সেপ্টেম্বরে। কিন্তু ততদিন পর্যন্ত কার্যনিবাহী হিসেবে দেবজিৎকে দায়িত্ব সামলাতে হবে না। পরের বছরের ১২ জানুয়ারি বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরি কে হবেন? সেই সঙ্গে আরও পদ ফাঁকা হচ্ছে। বোর্ডের কোষাধ্যক্ষ আশিস সেলার যেহেতু সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রী হয়েছেন, তাই লোধা কমিটির নিয়ম অনুযায়ী তিনিও বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন না। ফলে কোষাধ্যক্ষের পদও পূরণ করতে হবে।

Advertisement

বোর্ড গঠনতন্ত্রের নিয়ম বলে, যে কোনও পদাধিকারীর শূন্যস্থান পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণ করতে হবে। অর্থাৎ, নিয়ম ধরলে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সচিব বেছে নিতে হবে বোর্ডকে। সেই হিসেবে ৪৩ দিনের মাথায় ১২ জানুয়ারি দিনটি বিশেষ সাধারণ সভা ডাকা হচ্ছে। পিটিআইকে বলা এক সূত্রের খবর অনুযায়ী, “বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ের পর প্রতিটি রাজ্য সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি বিসিসিআইয়ের সদর দপ্তরে বিশেষ সাধারণ সভা হবে।” নির্বাচন কমিটির প্রধান হিসেবে থাকছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার আচল কুমার জ্যোতি।

আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন জয় শাহ। দ্বিতীয় দফায় মেয়াদ পূর্ণ করেননি। যার ফলে দশ মাসের একটা ফাঁক থেকে যাচ্ছে। তবে ১২ জানুয়ারি যিনিই সচিব পদে নির্বাচিত হন না কেন, কাজ শেষ হয়ে যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, নতুন সচিবকে আগামী সেপ্টেম্বরে পুনরায় নির্বাচিত হয়ে আসতে হবে। কে হতে পারেন পরবর্তী সচিব? দৌড়ে নাম আছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থেকে ডিডিসিএ-র রোহন জেটলি প্রমুখের। উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে ১২ জানুয়ারি পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement