সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের নির্বাচক প্রধান হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর (Ajit Agarkar)। তার পরেই প্রকাশ্যে এসেছে বিস্ময়কর তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে, আগরকরকে নির্বাচক প্রধান হিসাবে নিয়োগ করতে বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন করেছে বিসিসিআই (BCCI)। এক ধাক্কায় তিনগুণ বাড়ানো হয়েছে নির্বাচক প্রধানের বেতন। তবে এখনও সরকারিভাবে এই বেতনবৃদ্ধির সিদ্ধান্ত প্রকাশ করেনি বিসিসিআই।
মঙ্গলবারই বিসিসিআই ঘোষণা করে, জাতীয় দলের নির্বাচক (Chief Selector) প্রধান হতে চলেছেন অজিত আগরকর। দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন আগরকর। সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু হাত ঘুরিয়েই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। করেছেন মোট ১৮৫৫ রান। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলেও অংশ নিয়েছেন। হাই প্রোফাইল প্রাক্তন এই ভারতীয় অল-রাউন্ডার জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনই সিলমোহর দিয়েছে বিসিসিআই।
আগরকরের পাশাপাশি অন্যান্য নির্বাচকদের নামও ঘোষণা করেছে বিসিসিআই। সিলেকশন কমিটিতে রয়েছেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এস শরথ। তবে এই নির্বাচন নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিসিসিআইয়ের প্রথা অনুযায়ী, দেশের প্রত্যেকটি জোন থেকেই একজন করে নির্বাচককে জাতীয় কমিটিতে রাখা হয়। কিন্তু সদ্যগঠিত নির্বাচক কমিটিতে উত্তর জোনের কোনও প্রতিনিধি নেই। আবার পশ্চিমাঞ্চল থেকে রয়েছেন নির্বাচক প্রধান-সহ দু’জন।
প্রথাভঙ্গের পাশাপাশি বেতন কাঠামোও আমূল পালটানো হয়েছে। প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা ১ কোটি টাকা বেতন পেতেন। কিন্তু অজিত আগরকরকে বার্ষিক ৩ কোটি টাকা বেতন দেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। অন্যান্য নির্বাচকদের বেতন ছিল ৯০ লক্ষ টাকা। সেই বেতনও বাড়ানো হবে বলেই সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.