Advertisement
Advertisement
Gautam Gambhir

পেয়েছিলেন ‘বেআইনি’ সুবিধা! কোচ গম্ভীরের ডানা ছাঁটতে আসরে বিসিসিআই

অস্ট্রেলিয়া সফরের পর চাকরি যেতে পারে গম্ভীরের, খবর সূত্রের।

BCCI to curb special powers of Gautam Gambhir
Published by: Anwesha Adhikary
  • Posted:November 4, 2024 11:38 am
  • Updated:November 4, 2024 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪ মাসের মধ্যে ৫ লজ্জার নজির গড়েছেন। সেই গৌতম গম্ভীরের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসছে বিসিসিআই। সূত্রের খবর, নিয়মবিরুদ্ধভাবে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছিল গুরু গম্ভীরকে। এবার সেসব বন্ধ করতে চলেছে বোর্ড। অস্ট্রেলিয়া সফরে ভালো ফলাফল না হলে গম্ভীরকে ছেঁটে ফেলা হতে পারে বলেও শোনা যাচ্ছে বোর্ড সূত্রে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্রের কথায়, বোর্ডের রুলবুকের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল গম্ভীরকে। নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচরা দল নির্বাচনের বৈঠকে থাকেন না। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কোনওদিন নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। কিন্তু প্রথমবার গম্ভীরকে বিশেষ পদ দেওয়া হয় দল নির্বাচনের বৈঠকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের দল বেছে নিতে গম্ভীরের মতামতকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হয়। কারণ বর্ডার-গাভাসকর ট্রফির গুরত্ব প্রবল।

Advertisement

সূত্রের খবর, কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা এবং সানরাইজার্স হায়দরাবাদের তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডিকে দলে নেওয়ার পক্ষে জোর সওয়াল করেন গম্ভীর। তাঁর কথা মতোই স্কোয়াডে রাখা হয় দুই ক্রিকেটারকে। শোনা গিয়েছিল দিল্লির পেসার হর্ষিত হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে খেলতে পারেন। কিন্তু অসুস্থতার কারণে তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। তার সাতদিনের মধ্যেই ভারতীয় দলের নেটে বল করেন হর্ষিত। রনজি ম্যাচ খেলেন অসমের বিরুদ্ধেও।

আরেক তরুণ তুর্কি নীতীশ রেড্ডি ভারতের ‘এ’ দলের হয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। কিন্তু ব্যাটে-বলে তাঁর পারফরম্যান্স মোটেই ভালো নয়। গম্ভীরের দাবি ছিল হার্দিকের যোগ্য বিকল্প হতে পারেন নীতীশ। সেই জন্যই বর্ডার-গাভাসকর ট্রফির দলে রাখা হয়েছিল। তবে আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর, সেই সিদ্ধান্ত বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে বলেই সূত্রের খবর। অস্ট্রেলিয়া সফরের ফলাফল খারাপ হলে গম্ভীরের চাকরি যাবে না, সেই কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement