Advertisement
Advertisement
Virat Gambhir Kapil Dev

ক্রিকেটারদের মানুষ করুক BCCI, বিরাট-গম্ভীর অশান্তি নিয়ে মুখ খুললেন কপিল দেব

খেলার মাঠে এমন ঘটনা বেদনাদায়ক, মত কপিলের।

BCCI should make cricketers good citizen, says Kapil Dev on Virat Kohli-Gautam Gambhir spat | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 31, 2023 3:43 pm
  • Updated:July 31, 2023 3:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের ভাল মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বিসিসিআইকে (BCCI)- এমনই দাবি করলেন কপিল দেব (Kapil Dev)। আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পর একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)- ক্রিকেটপ্রেমীদের মনে এখনও অমলিন সেই দৃশ্য। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। পুরো বিষয়টায় তিনি অত্যন্ত ব্যথিত বলেই জানিয়েছেন কপিল।

দ্য উইক নামে একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন কপিল দেব। সেখানেই বিরাট-গম্ভীর অশান্তি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে কিংবদন্তি বলেন, “পেলে থেকে ব্র্যাডম্যান- খেলার মাঠে সকলেরই মেজাজ খারাপ হতে পারে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু’জন ব্যক্তি। একজন বিরাট কোহলি, বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। অন্যজন গৌতম গম্ভীর, দেশের সাংসদ। তারা কী করে এমন ব্যবহার করতে পারেন?”

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো নথি দিয়ে আধা সামরিক বাহিনীতে পাক নাগরিকরা! হাই কোর্টে বিস্ফোরক রিপোর্ট CBI-এর]

তারপরেই বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে মুখ খোলেন কপিল দেব। তিনি বলেন, “ক্রিকেটারদের ভাল মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বিসিসিআইকে। আইপিএলের মাঠে বিরাট ও গম্ভীরের মধ্যে যা হয়েছে, সেটা খুবই বেদনাদায়ক।” তবে খেলার মাঠে আগেও বচসায় জড়িয়েছেন বিরাট ও গম্ভীর। ২০১৩ সালে আইপিএল চলাকালীন ইডেনের মাঠে কেকেআর ও আরসিবির ম্যাচেও কথা কাটাকাটি হয় দুই তারকার।

প্রসঙ্গত, এই সাক্ষাৎকারেই ভারতীয় তারকাদের একহাত নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, “আমার মনে হয় প্রচুর ক্রিকেটারেরই পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। যখন সুনীল গাভাসকরের মতো মানুষরা রয়েছেন, তাহলে কথা বলছে না কেন? এত ইগো কেন? কারণ ক্রিকেটাররা মনে করে ‘আমরা যথেষ্ট ভাল।’ কিন্তু ৫০ বছর ধরে যিনি ক্রিকেট দেখছেন, তাঁর কথা শুনলেও উন্নতি হতে পারে। আসলে হাতে প্রচুর টাকা আসলে অহংকার তৈরি হয়।”

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে শুটআউট! জয়পুর-মুম্বই এক্সপ্রেসে আরপিএফের গুলিতে নিহত ASI-সহ ৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement