Advertisement
Advertisement

Breaking News

Chetan Sharma

স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের, নির্বাচকপ্রধান পদে চেতন শর্মার ভবিষ্যৎ খতিয়ে দেখছে BCCI

চেতনের ভবিষ্যৎ নির্ভর করছে জয় শাহর উপর।

BCCI Secretary Jay Shah to take decision on Chetan Sharma's future | Sangbad Pratidin

চেতন শর্মা

Published by: Subhajit Mandal
  • Posted:February 15, 2023 1:09 pm
  • Updated:February 15, 2023 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অজান্তেই জাতীয় নির্বাচকপ্রধান চেতন শর্মা যেন ভারতীয় ক্রিকেটে বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে ফেলেছেন। এক বেসরকারি সংবাদমাধ্যমের করা স্টিং অপারেশনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে চেতন শর্মাকে (Chetan Sharma)। শোনা যাচ্ছে, চেতনের এই স্টিং অপারেশন এবার নির্বাচকপ্রধান পদে তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিসিসিআই নাকি নির্বাচকপ্রধান পদে তাঁর ভবিষ্যৎ খতিয়ে দেখছে।

বোর্ড সূত্রের খবর, এই স্টিং অপারেশনের পর চেতন শর্মাকে নির্বাচকপ্রধান পদে আর রাখা যাবে কিনা সেটা খতিয়ে দেখছেন খোদ বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, চেতনের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে বোর্ড সচিব জয় শাহর উপর। কারণ এখন বড় একটা প্রশ্ন হচ্ছে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং টি-২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আদৌ আর চেতন শর্মার সঙ্গে কাজ করতে চাইবেন তো? কারণ এদের সঙ্গেকার ব্যক্তিগত কথোপকথনও চেতন শর্মা প্রকাশ্যে এনে ফেলেছেন।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের সপ্তাহে বিকোল ১ কোটি, ভিন রাজ্যেও সেরা বাংলার লাল গোলাপ]

বস্তুত, বিসিসিআইয়ের (BCCI) চেতন শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটিকে ছেঁটেই ফেলেছিল বিসিসিআই। কিন্তু পরে যে নতুন কমিটি গঠিত হয়, তাতেও ফের চেতনকেই নির্বাচকপ্রধান করতে হয়। কারণ হিসাবে বোর্ড সূত্রে জানানো হয়, তেমন বড় কোনও নাম নির্বাচক পদে আবেদন না করায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই। এবার ফের চেতন শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

[আরও পড়ুন: রাজ্যপাল-নন্দিনী অচলাবস্থা অব্যাহত, রাজভবনের আধিকারিকদের ‘ক্লাস’ নিলেন পরামর্শদাতারা]

আর হবে নাই বা কেন? চেতন স্টিং অপারেশনে যা যা বলেছেন, সেটা একেবারে ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর। ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে এনেছেন নির্বাচকপ্রধান। এমনকী, এবং সেই স্টিং অপারেশনে বর্তমান ভারতীয় দলেরও বহু সদস্যদের সম্পর্কে একাধিক তথ্য দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement