Advertisement
Advertisement

Breaking News

Jay Shah

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার দিনক্ষণ প্রকাশ বোর্ডের, কে কবে যাচ্ছেন?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের।

BCCI secretary Jay Shah reveals the departure plan for Team India members for T-20 World Cup

জয় শাহ।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 10, 2024 6:43 pm
  • Updated:May 10, 2024 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসর। টিম ইন্ডিয়ার সদস্যদের বিশ্বকাপে খেলতে পাঠানোর পরিকল্পনা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
সাংবাদিক বৈঠকে জয় শাহ সেই পরিকল্পনার কথা জানিয়েছেন। দুদফায় ভারতীয় দলকে পাঠানো হবে। ২৪ মে একদল যাবে। আইপিএল ফাইনালের পরে ২৬ মে আরেকটি দল পাঠানো হবে বিশ্বকাপে। উল্লেখ্য, আইপিএল ফাইনাল হবে ২৬ মে। 

[আরও পড়ুন: ভোটের মাঝে আরও বিপাকে ব্রিজভূষণ, যৌন হেনস্তা মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’]

গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ৫ জুন হবে সেই ম্যাচ। প্রশ্ন ওঠে আইপিএল খেলে ওঠা ক্রিকেটারদের কি বিশ্রাম দেওয়া হবে? বিশ্রামের প্রসঙ্গ উড়িয়ে দেন জয় শাহ। বোর্ড সচিব বলেন, ”ট্রাভিস হেড ও অভিষেক শর্মা খুব ভালো খেলেছে আগেরদিন। বুমরাহ যদি হেডকে বল করে, তাহলে এর থেকে ভালো অনুশীলন আর হয় নাকি।”
আইপিএলের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গোটা দেশের প্রার্থনা বিশ্বকাপ হাতে তুলুন রোহিত শর্মা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরা ওকে হারাতে চাই না’, ধোনির চোট নিয়ে বড় মন্তব্য চেন্নাই কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement