জয় শাহ। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল ২০২২ সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই টেস্টে সহজেই জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তার পর থেকে দেশের মাটিতে আর কোনও পিঙ্ক বল টেস্ট খেলতে দেখা যায়নি রোহিত শর্মাদের। এমনকী ভবিষ্যতে আর ভারতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে রাজি নয় বিসিসিআই।
সেই ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নিলেন বোর্ড সচিব জয় শাহ। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সে ব্যাপারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জয় শাহ বলেন, “ভারতে পিঙ্ক বল টেস্ট দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। ফলে দর্শক ও সম্প্রচারকারীদের প্রচুর টাকা নষ্ট হয়। তাঁদের আবেগের দিকে খেয়াল রাখার দায়িত্বও আমাদের। একজন ভক্ত হিসাবে, আপনি যদিও পাঁচদিনের টিকিট কেটে টেস্ট ম্যাচ দেখতে যান, কিন্তু সেই ম্যাচ দু-তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। অথচ টাকা ফেরতের কোনও ব্যবস্থা নেই। ফলে আমি এই ব্যাপারে কিছুটা আবেগপূর্ণ।”
পরিসংখ্যানে দিকে তাকালে জয় শাহের কথায় সারবত্তা খুঁজে পাওয়া যাবে। কারণ ভারতের মাটিতে শেষ তিনটি পিঙ্ক বল ম্যাচের একটিও তিন দিনের বেশি খেলা হয়নি। তার মধ্যে আহমেদাবাদে একটি টেস্ট দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। দিন-রাতের টেস্টে ভারতের সবচেয়ে খারাপ রেকর্ড অস্ট্রেলিয়ায়। অ্যাডিলেডের টেস্টে ভারত ৩৬ রানে অলআউট হয়ে যায়।
একই সঙ্গে জয় শাহ জানিয়েছেন, ভারতের মাটিতে চলতি বছরের মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগও ছিল। কেন সেই সুযোগ ছাড়লেন তাঁরা, সেই নিয়ে বোর্ড সচিবের বক্তব্য, “বিসিসিআইয়ের কাছে এই ইভেন্টটা আয়োজনের প্রস্তাব এসেছিল। কিন্তু আমি সেটা নাকচ করে দিই। কারণ তখনও এখানে বর্ষাকাল চলবে। তাছাড়া সামনের বছর আমরা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছি। আমি এই ভাবমূর্তি তৈরি করতে চাইনি যে, আমরা পর পর বিশ্বকাপ আয়োজন করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.