জয় শাহ। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডে থাকাকালীন ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছিল। এবার আরও বড় পদক্ষেপ নিলেন বোর্ড সচিব জয় শাহ।
দলীপ ট্রফি দিয়ে শুরু হবে চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেট। তার পর শুরু হয়ে যাবে রঞ্জি। সেগুলির সঙ্গেই চলবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। সঙ্গে থাকবে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট। যার মধ্যে থেকে উঠে আসতে পারে ভবিষ্যতের তারকা। এবং সেই প্রতিযোগিতাগুলোর জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করলেন জয় শাহ। জুনিয়র ক্রিকেট ও মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টেও এবার ম্যাচের সেরা ক্রিকেটার ও প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে।
সেই সঙ্গে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ম্যাচের ক্রিকেটারকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই সিদ্ধান্ত যে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে, সেরকমই মনে করছে ক্রীড়ামহল। এর আগে রঞ্জি ট্রফিতেও ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছিল মুম্বই ক্রিকেট বোর্ডে। মহিলা ও পুরুষদের সমবেতন কাঠামোও এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। জয় শাহর নতুন পরিকল্পনা আরও উৎসাহ দেবে উঠতি ক্রিকেটারদের।
জয় শাহ লিখেছেন, “আমরা ঘরোয়া মহিলাদের ও জুনিয়র ক্রিকেটে ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করছি। এছাড়া বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও পুরস্কার দেওয়া হবে। এই পরিকল্পনা ঘরোয়া ক্রিকেটের দুরন্ত পারফরম্যান্সকে সম্মান দেওয়ার জন্য আনা হয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে ক্রিকেটারদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করতে পারব। জয় হিন্দ।”
We are introducing prize money for the Player of the Match and Player of the Tournament in all Women’s and Junior Cricket tournaments under our Domestic Cricket Programme. Additionally, prize money will be awarded for the Player of the Match in the Vijay Hazare and Syed Mushtaq…
— Jay Shah (@JayShah) August 26, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.