সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারিভাবে বিসিসিআইতে (BCCI) সৌরভ জমানা শেষ। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি (Roger Binny)। বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতি নির্বাচিত হলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। বিসিসিআই সভাপতি পদে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
রজার বিনি যে বিসিসিআই সভাপতি হচ্ছেন, সেটা অবশ্য ১১ অক্টোবর বোর্ডের বৈঠকেই একপ্রকার স্থির হয়ে গিয়েছিল। বোর্ডের ক্ষমতাসীন গোষ্ঠীর ইচ্ছাতেই সভাপতি পদে মনোনয়ন দেন তিনি। সূত্রের দাবি, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি পদ ধরে রাখতে চাইলেও বোর্ডের রাজনীতির মারপ্যাঁচের শিকার হতে হয় তাঁকে। জয় শাহদের বদান্যতাই বিনিকে পৌঁছে দিল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মসনদে। বিসিসিআইতে আসার আগে বিনি ছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিশনের (KCA) প্রধান। সেই পদ ছাড়তে হবে তাঁকে। তাছাড়া এর আগে সন্দীপ পাটিল (Sandip Patil) নির্বাচকপ্রধান থাকাকালীন জাতীয় নির্বাচকও ছিলেন বিনি।
রজার বিনির নতুন কমিটিতে আগের মতোই সচিব পদে বহাল থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। নতুন সহ-সভাপতি হচ্ছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। আইপিএলের (IPL) চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আশিস শেলার। যুগ্ম সচিব পদে আসছেন দেবজিত সাইকিয়া। এদের প্রত্যেকের সঙ্গেই রাজনীতির যোগ রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাবে তিনি আইসিসির নির্বাচনে লড়বেন কিনা, সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল মঙ্গলবারের বৈঠকে। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু সূত্র বলছে, এদিনের বৈঠকে সেসব নিয়ে কোনও আলোচনাই হয়নি। আইসিসির (ICC) নির্বাচনে মনোনয়ন দেওয়ার শেষদিন ২০ অক্টোবর। অর্থাৎ মাঝে আরও দু’দিন সময়। দু’দিনে অনেক কিছুই বদলে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.