সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের ক্রীড়াসূচিতে বদল করল বিসিসিআই (BCCI)। প্রথমে ঠিক হয়েছিল লঙ্কাবাহিনীর বিরুদ্ধে আগে টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানানো হল, টেস্ট নয়, শ্রীলঙ্কার ভারত সফর শুরু হবে টি-২০ দিয়ে। তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলার পর টেস্ট ফরম্যাটে ফিরবে ভারতীয় দল (Indian Team)।
BCCI announces a change in schedule for the upcoming Sri Lanka Tour of India. Lucknow will now host the first T20I while the next 2 will be played in Dharamsala. The first Test will now be held in Mohali from March 4-8 and the 2nd Test will be played from March 12-16 in Bengaluru pic.twitter.com/GiiAQQAufz
— ANI (@ANI) February 15, 2022
মঙ্গলবার বিসিসিআইয়ের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথম টি-২০ খেলবে ম্যাচ দুই দল। ভারত ও শ্রীলঙ্কার পরের দুটি টি-২০ আয়োজিত হবে ধর্মশালায়। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি আয়োজিত হবে ম্যাচগুলি। টি-২০ সিরিজের পর মোহালিতে প্রথম টেস্ট খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। অর্থাৎ সব ঠিক থাকলে মোহলিতেই অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন বিরাট (Virat Kohli)। ঘটনাচক্রে এটিই আবার বিরাটের কেরিয়ারের শততম টেস্ট হতে চলেছে। এই ম্যাচটি আয়োজিত হবে আগামী ৪-৮ মার্চ। এরপর ১২ থেকে ১৬ মার্চ বেঙ্গালুরুতে দিনরাতের টেস্ট দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শেষ করবে ভারত।
বিসিসিআইয়ের ঠিক করা প্রাথমিক সূচি অবশ্য অন্যরকম ছিল। প্রাথমিক সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে দিনরাতের টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা ছিল লঙ্কাবাহিনীর ভারত সফর। সেটিই হত বিরাট কোহলির শততম টেস্ট। তারপর মোহালিতে একটি টেস্ট এবং একটি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। বাকি দুটি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল লখনউ এবং ধর্মশালায়।
ঠিক কী কারণে এই ক্রীড়াসূচি বদলানো হল, সেটা অবশ্য বোর্ডের নির্দেশিকায় জানানো হয়নি। তবে কেউ কেউ মনে করছেন, টানা টি-২০ ক্রিকেটের মধ্যে স্বাদবদল করতে সূচি বদলে থাকতে পারে বোর্ড। কারণ, এই সিরিজের পরই শুরু হচ্ছে আইপিএল (IPL)। টানা টি-২০ ক্রিকেটের মরশুম। শ্রীলঙ্কা সফরের শেষটাও টি-২০ দিয়ে হলে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের তারকারা আদৌ বিশ্রাম পাবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.