Advertisement
Advertisement

Breaking News

BCCI Head Coach

জাতীয় দলের কোচ হতে চান মোদি-শাহ! ভুয়ো আবেদনপত্রে জেরবার বিসিসিআই

কোচ হওয়ার আবেদনপত্রে রয়েছে শচীন তেণ্ডুলকর, ধোনির নামও!

BCCI received multiple fake applications in the names of Narendra Modi, Amit Shah for India Team Head Coach role
Published by: Arpan Das
  • Posted:May 28, 2024 12:26 pm
  • Updated:May 28, 2024 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের (Team India) কোচ হওয়ার জন্য আবেদন করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)? দৌড়ে রয়েছেন অমিত শাহও (Amit Shah)! টিম ইন্ডিয়ার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য নাকি বিসিসিআইয়ের (BCCI) কাছে আবেদন করেছেন মোদি-শাহরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সরে যাবেন রাহুল দ্রাবিড়। নতুন কোচের জন্য (Head Coach) যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা শেষ হয়েছে ২৭ মে। সেখানে নাম রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহের। তবে শুধু এঁরাই নন, কোচ হওয়ার জন্য আবেদনে রয়েছে শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিংয়ের নাম।

Advertisement

[আরও পড়ুন: শিয়রে বিশ্বকাপ, কবে হবে কেকেআরের ইডেন উৎসব?]

যদিও বাস্তবে এঁরা কেউই আবেদন করেননি। এগুলি এসেছে ভুয়ো নামে। ১৩ মে থেকে শুরু হওয়া প্রক্রিয়ায় সব মিলিয়ে মোট ৩০০০-র বেশি আবেদনপত্র জমা পড়েছে। যার মধ্যে অনেকগুলোই এরকম ভুয়ো। একই ঘটনা ঘটেছিল ২০২২ সালেও। সেবার ৫০০০ প্রার্থী আবেদন করেছিলেন। ভুয়োর তালিকা সেবারও কম ছিল না। যা বাছতে সমস্যায় পড়েছিল বিসিসিআই। এবারও একই সমস্যায় জেরবার তারা। 

[আরও পড়ুন: ‘কী নিয়ে এসেছি, কী নিয়ে ফিরব!’ সাফল্যেও মাটিতে পা, রিঙ্কুর কাছে সবই মোহ-মায়া]

যে কারণে এবার গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল। যাতে ‘ফেক’ খুঁজে নিতে সুবিধা হয়। তবে যোগ্য প্রার্থী কারা আবেদন করেছেন, তা খোলসা করেনি বিসিসিআই। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পর শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সিরিজ। ফলে কোচের পদ নিয়ে সাবধানী পদক্ষেপ নিতে চায় বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement