Advertisement
Advertisement
BCCI

ম্যাচপিছু ৪.২ কোটি টাকার লক্ষ্মীলাভ, নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা বিসিসিআইয়ের

আগামী মাস থেকেই নতুন স্পনসরের সঙ্গে চুক্তি শুরু হবে।

BCCI onboards IDFC First Bank as title sponsor for home internationals | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2023 10:45 am
  • Updated:August 26, 2023 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট যেন টাকার খনি। বিরাট অঙ্কে ভারতীয় দলের টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ত্ব বিক্রির পর এবার নতুন টাইটেল স্পনসরের সঙ্গেও বিরাট অঙ্কের চুক্তি করল বিসিসিআই (BCCI)। এই চুক্তি অনুযায়ী, টাইটেল স্পনসরের থেকে ম্যাচপিছু ৪.২ কোটি টাকা পাবে ভারতীয় বোর্ড।

বিসিসিআইয়ের নতুন টাইটেল স্পনসর হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ওই বেসরকারি ব্যাংকটির সঙ্গে তিন বছরের চুক্তি করছে ভারতীয় বোর্ড। রোহিতদের (Rohit Sharma) জার্সিতে এবার আইডিএফসি ফার্স্ট ব্যাংকের নাম লেখা থাকবে। আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু হবে এই চুক্তি। তিন বছরের চুক্তিতে মোট ৫৬টি ম্যাচ ভারতীয় দলের টাইটেল স্পনসর থাকবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। সব মিলিয়ে এই চুক্তি থেকে বিসিসিআই পাবে ২৩৫ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: জি-২০ সামিটে যোগ দিতে ভারতে আসছেন না পুতিন, জানাল ক্রেমলিন]

Byju’র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট টাইটেল স্পনসরহীন। নতুন স্পনসর পেতে জুনে দরপত্র আহ্বান করেছিল ভারতীয় বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছিল কোনও মদ, বা তামাকের সংস্থা স্পনসর হিসাবে জায়গা পাবে না। বেটিং সংস্থাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, পর্নোগ্রাফি বা মানুষের ভাবাবেগে আঘাত দিতে পারে, এমন কোনও সংস্থাকেই বোর্ডের টাইটেল স্পনসর হিসাবে নিয়োগ করা যাবে না।

[আরও পড়ুন: ব্রিকস নেতাদের জন্য মোদির উপহারে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া, তবে ব্রাত্য জিনপিং]

বোর্ডের চাপানো শর্তগুলির জন্য বাদ পড়ে যায় একাধিক সংস্থা। শেষ পর্যন্ত বাজিমাত করেছে এই IDFC First Bank। বোর্ড সূত্রের খবর, দরপত্র আহ্বান করার সময় বলা হয়েছিল ম্যাচপিছু ন্যূনতম ২.৪ কোটি টাকা খরচ করতেই হবে। সেখানে IDFC First Bank ম্যাচপিছু ৪.২ কোটি দিতে রাজি হয়। ফলে বিশ্বকাপের আগেই মোটা অঙ্কের লক্ষ্মীলাভ হল ভারতের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement