সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৭৬ রান বদলে দিয়েছে অনেক কিছু। রোহিত শর্মা আবার সমগ্র ভারতবর্ষের নয়নের মণি হয়ে উঠেছেন তার পর থেকে। এবং এর ফলে যদি আগামী জুনের ইংল্যান্ড সফরে রোহিতের নেতৃত্বেই ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে যায়, আশ্চর্যের কিছু থাকবে না।
তবে ইংল্যান্ড সিরিজে তাঁর নেতৃত্ব দেওয়া নিরঙ্কুশ সমর্থন না-ও পেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রান করে টিমকে জেতানোর পরেও রোহিতকে টেস্ট নেতৃত্বে রেখে দেওয়া নিয়ে বোর্ড কর্তারা দ্বিধাবিভক্ত। একদল মনে করেন, রোহিত এখনও টেস্ট অধিনায়ক। তিনি নিজেও বলেননি যে, টেস্ট খেলা ছেড়ে দিতে চান। দ্বিতীয়ত, জশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ইংল্যান্ডে তাঁর পক্ষে সিরিজের সব কটা টেস্ট খেলা সম্ভব হবে কি না, কেউ জানে না। পরবর্তী প্রজন্মের মধ্যেও এখনও কোনও স্থায়ী নাম পাওয়া যাচ্ছে না। কিন্তু আর একটা মহল মনে করে, ওয়ান ডে ফর্ম দিয়ে টেস্টের অধিনায়কত্ব বিচার করা উচিত নয়। কারণ, টেস্ট অনেক বেশি চ্যালেঞ্জিং ফরম্যাট। দেখতে গেলে, হালফিলে রোহিতের টেস্ট ফর্ম খুবই খারাপ। গত অস্ট্রেলিয়া সফর তাঁর ভয়াবহ গিয়েছে।
তার উপর গম্ভীর ফ্যাক্টর রয়েছে। ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর আগামী তিন-চার বছরের জন্য টিম তৈরিতে বিশ্বাসী। বর্তমান পারফরম্যান্সে বিশ্বাসী। তাঁর ভোট পাবেন রোহিত? জাতীয় নির্বাচকরা এখনও কিছু ঠিক করেননি। সামনেই আইপিএল আসছে। সেই সময় তাঁরা ইংল্যান্ড সফরের ব্লু প্রিন্ট তৈরি করবেন। দেখা যাক, শেষ পর্যন্ত রোহিতের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ইনিংস তাঁর টেস্ট অধিনায়কত্বের তাজ অক্ষত রাখতে পারে কি না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.