ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) মতো টুর্নামেন্ট বরাবরই নতুন ক্রিকেটারের মেলে ধরার জায়গা। এবারও উঠে এসেছেন অনেক নতুন তারকা। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) তাঁদের সুযোগ পাওয়া মুশকিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, কুড়ি-কুড়ির বিশ্বসেরা হওয়ার টুর্নামেন্টের বিমানে ওঠা হবে না আইপিএলের নতুন তারকাদের। ভারতীয় ক্রিকেট দল চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচকরা এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা, ময়ঙ্ক যাদবের মতো তরুণরা। প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করা ময়ঙ্ক যাদবের কাছে যেন মামুলি ব্যাপার। চলতি আইপিএলে সর্বোচ্চ ১৫৬.৭ কিমি/ঘণ্টায় বল করেছেন লখনউয়ের তারকা পেসার। যদিও চোটের জন্য এখন বাইরে তিনি। অন্যদিকে আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন রিয়ান পরাগ। ৩১৮ রান করে বিরাট কোহলির পরেই আছেন রাজস্থানের ব্যাটার। দুরন্ত ফর্মে আছেন হায়দরাবাদের অভিষেক শর্মাও।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁদের সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হঠাৎ করেই এঁদের নামিয়ে দিতে চান না নির্বাচকরা। সেটা তাঁদের ক্রিকেট জীবন ও বিশ্বকাপে ভারতের ফলাফলের ক্ষেত্রে বড় ঝুঁকির বিষয় হয়ে যেতে পারে। পরিচিত ও বিশ্বস্ত মুখের উপরেই ভরসা রাখতে চায় বিসিসিআই। নতুন তারকাদের দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে চায় তারা। এই তালিকায় আছেন কেকেআরের উঠতি পেসার হর্ষিত রানা ও হায়দরাবাদের নীতিশ রেড্ডির নামও।
জুন মাস থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন ভারত ও পাকিস্তানের সেই হাই টেনশনের ম্যাচ। বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে আর শ্রীলঙ্কার সঙ্গে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেখানেই নতুন তারকাদের দেশের জার্সিতে দেখা যেতে পারে বলে অনুমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.