সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দিন-রাতের টেস্ট হতে পারে বেঙ্গালুরুতে (Bengaluru)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এমন চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। সব ঠিকঠাক থাকলে বেঙ্গালুরুতেই শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। আর সেই ম্যাচ যদি পিঙ্ক বল টেস্ট হয়, তাহলে তো কথাই নেই।
ইডেনে অনুষ্ঠিত পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন কোহলি। তার পর থেকে তাঁর ব্যাটে আর সেঞ্চুরি আসেনি। ফর্ম হাতড়ে বেড়ানো কোহলি নিজেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। সেই কোহলি যদি বেঙ্গালুরুর দিন-রাতের টেস্টে শতরান করতে পারেন, তাহলে তা তাঁর কেরিয়ারে অন্য পালক জুড়বে বলাই যায়। শততম টেস্টে শতরান করা তো নজিরই।
ওয়েস্ট ইন্ডিজ চলে এসেছে এদেশে। ক্যারিবিয়ানাদের সঙ্গে সিরিজ শুরু হবে চলতি মাসের ৬ তারিখ থেকে। তার পরে শ্রীলঙ্কা আসবে ভারতে। তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। একটি জৈব সুরক্ষা বলয় থেকে অন্য একটি জৈব সুরক্ষা বলয়ে যাতে খুব সহজে দুটো দলকে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। টি-২০ সিরিজের পরই হবে টেস্ট সিরিজ। আর সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে চিন্নাস্বামীতে। যদিও পুরোদস্তুর এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড যে প্রথম টেস্ট হবে বেঙ্গালুরুতেই। কথাবার্তা হচ্ছে কর্তাদের মধ্যে। দিনকয়েকের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের তরফে।
কোভিড আবহে সিরিজ হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ পা রেখেছে। কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার পরে আসবে শ্রীলঙ্কা। এক শহর থেকে অন্য শহরে যেতে হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে। সেই কারণে এক শহর থেকে অন্য শহরে যাতে ক্রিকেটারদের যেতে না হয় এই কোভিড পরিস্থিতিতে, সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের অধিকাংশ ম্যাচ ধর্মশালা ও মোহালিতে আয়োজন করা হবে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হতে পারে বেঙ্গালুরুতে।
প্রাথমিক সূচি অনুযায়ী, বেঙ্গালুরু এবং মোহালিতে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। টেস্ট সিরিজের পরে হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-২০ সিরিজ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টি-২০ দিয়েই হয়তো শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। বোর্ড পরিকল্পনা করেছিল এই তিনটি ম্যাচ হবে মোহালি, ধর্মশালা এবং লখনউতে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর প্রথম দু’টি টি-২০ ম্যাচ হবে ধর্মশালায়। তৃতীয় টি-২০ ও প্রথম টেস্টটি হওয়ার কথা মোহালিতে। লখনউয়ে টি-২০ ম্যাচ আয়োজন করা যাবে না। মোহালিতে পিঙ্ক বল টেস্ট আয়োজন করা সমস্যার। কারণ মোহালিতে শিশির সমস্যা তৈরি করতে পারে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেশের কোভিড পরিস্থিতির কথা চিন্তাভাবনা করছে। আর কয়েকদিনের মধ্যেই হয়তো চূড়ান্ত সফরসূচি জানিয়ে দেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.