Advertisement
Advertisement
BCCI

গম্ভীরের সাপোর্ট স্টাফ ছাঁটাই করতে চলেছে বিসিসিআই, বাদের তালিকায় কারা?

টিম ইন্ডিয়ার সহকারী কোচিং স্টাফের তালিকা বেশ লম্বা।

BCCI is going to lay off Gambhir's support staff, who is on the list of those left out?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 27, 2025 6:08 pm
  • Updated:March 27, 2025 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল চলছে। কিন্তু এর মধ্যেই জুনে ইংল্যান্ড সিরিজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে ফেলেছে বিসিসিআই। জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজের আগেই ভারতীয় দলের কিছু সাপোর্ট স্টাফদের চাকরি চলে যেতে পারে। বোর্ড এ ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে। ২৯ মার্চ গুয়াহাটিতে রয়েছে বিসিসিআইয়ের মিটিং। এই হাই প্রোফাইল বৈঠকে হেডকোচ গৌতম গম্ভীরের সঙ্গে উপস্থিত থাকার কথা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকরের। 

সুত্রের খবর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং সহকারী কোচ অভিষেক নায়ারকে রাখতে চাইছে না ভারতীয় বোর্ড। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার সহকারী কোচিং স্টাফের তালিকা বেশ লম্বা। সেখানে অভিষেক, দিলীপ ছাড়াও রয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।

Advertisement

তাছাড়াও টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছেন তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসাজ থেরাপিস্ট, একজন সিনিয়র ও একজন জুনিয়র ফিজিওথেরাপিস্ট, এক চিকিৎসক, একজন সিকিউরিটি ও অপারেশন ম্যানেজার, একজন কম্পিউটার বিশ্লেষক এবং কয়েকজন লজিস্টিক ও মিডিয়া ম্যানেজার। অনেকেই প্রায় এক দশক ধরে দলের অংশ।

তবে তাঁদের চাকরি যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু নায়ার এবং দিলীপের ক্ষেত্রে অন্য রকমও কিছু ঘটতে পারে। কোটাক ইতিমধ্যেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মর্কেল বোলারদের দায়িত্ব সামালাচ্ছেন। তাই বোর্ড মনে করছে, অন্য একজন সহকারী কোচ এবং ফিল্ডিং কোচের প্রয়োজন নেই।

দিলীপ কিন্তু দ্রাবিড়ের সময়েও ছিলেন। তিনি গম্ভীরের সাপোর্ট স্টাফের তালিকাতেও জায়গা পেয়েছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি দলের অংশ। জানা গিয়েছে, তাঁর অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে পারেন দুশখাতে। এখন দেখার, ২৯ মার্চের বৈঠকে কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub